LYRIC

Bondhur Achoron Lyrics | বন্ধুর আচরণ

Song  : Bondhur Achoron
বন্ধুর আচরণ
Singer : Shiekh Sadi
Lyrics & Tune : Shamran Ahmed Milon
Music : Remo Biplob
Director : Sohel Raaz
DOP : Helal Khan Irish
Factory: Teamwork


Bondhur Achoron  Lyrics In Bengali :

উপরে উপরে মিঠা….. ভেতরে সর্ব তিতা
হায় রে উপরে উপরে মিঠা ভেতরে সর্ব তিতা
ক্ষণে ক্ষণে জনে জনে বিলাইয়া দেয় মন……
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ গো
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ গো
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ
না জানিয়া ধরেছিলাম ভুল মানুষের সং…
কে জানিত তার পিরিতের সবই ছিলো ঢং….

হো…না জানিয়া ধরেছিলাম  ভুল মানুষের সং….
কে জানিত তার পিরিতের সবই ছিলো ঢং।….
বোঝেনা সে মনের ব্যথা
অন্তরে জ্বালাইলো চিতা
বোঝেনা সে মনের ব্যথা
অন্তরে জ্বালাইলো চিতা
শুনে না তো কারো কথা চলে তার মতোন
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ গো ….
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ গো ….
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ
হো…….. তার কাছেতে পাইলাম না রে
তিল পরিমান সুখ

কারে বলি কারে দেখাই আমার পোড়া বুক

হো…… তার কাছেতে পাইলাম না রে
তিল পরিমান সুখ
কারে বলি কারে দেখাই আমার পোড়া বুক
হইয়াছে মোর এমন ব্যাধি
যাহার কোনো নাই ওষধি
হইয়াছে মোর এমন ব্যাধি
যাহার কোনো নাই ওষধি
সামলানে কয় বাঁচার চেয়ে ভালো যে মরন
ভালোনা ভালোনা আমার বন্ধুর আচরণ গো …
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ
ভালোনা ভালোনা আমার বন্ধুর আচরণ গো …
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!