LYRIC

Boka Boka Ei Mon Lyrics | বোকা বোকা এই মন

Song Name : Boka Boka Ei Mon
বোকা বোকা এই মন 
Film Name : Shrimati
Singer : Anupam Roy  
Lyrics and Composition : Soumya Rit
Direction : Arjunn Dutta


Boka Boka Ei Mon Lyrics In Bengali :

বোকা বোকা এই মন….
হারালো যে কখন
আজ মন খারাপ ভীষণ অসময়
স্বপ্নেরা এক ঝাঁক
বিকেলে ঘরে ফিরে যাক
যত্নেরা ফিরে পাক আজ তোমায়…..
আবার হারালে
দু পা বাড়ালে কোথায় …….
সবই ফেরে শুধু ফেরে না যে সময়…..
যেমন ভুলে গেছো নিজেকে
ভুলে গেছো বাড়ি কোন দিকে
চেনা রং ও লাগছে ফিকে কি যে নেই……….
উড়োজাহাজ সব ভ্রান্তিরা
খুঁজে পাবে আজ শান্তিরা
ঘুম খুঁজে পাবে রাত্রিরা নিজেই……….
দু পা বাড়ালে
আবার হারালে কোথায়…….
সবই ফেরে শুধু ফেরে না যে সময়
বোকা বোকা এই মন
হারালো যে কখন
আজ মন খারাপ ভীষণ অসময়…….
যতই যেতে চাক দুচোখ যেদিকে…..
ভালোবাসো তুমি আবার নিজেকে…..
ভালোবাসো তুমি আবার নিজেকে…….

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!