LYRIC

Biya Legeche Lyrics (বিয়া লেগেছে)

Rahul Dutta’s Biya Legeche is a beautiful Bengali song that will touch your heart. The lyrics are written by Somraj Das and the music is composed by Atishay Jain. The song is mixed and mastered by Suraj Nag and the mandolin and stroke section is performed by Subham Kanjilal. The video is directed and filmed by Syed Dipu and produced by Magic Motion Pictures.Bengali Wedding Song 2023

Song : Biya Legeche
Singer : Rahul Dutta
Tune And Lyrics : Somraj Das
Music Producer : Atishay Jain
Mix And Master : Suraj Nag
Mandolin And Stroke section : Subham Kanjilal
Directed And Filmed by : Syed Dipu
Video Production : Magic Motion Pictures

[ez-toc]


See the music video on the YouTube channel for your reference 


For Karaoke don’t hesitate to get in touch with Us And Mention Song Name

Biya Legeche lyrics in Bengali

এলো এলো সুখের লগন, হলুদ বাঁটা দিই
কন্যার আলতা পায়ে আলতো ছোঁয়া দিই
এলো এলো সুখের লগন, হলুদ বাঁটা দিই
কন্যার আলতা পায়ে আলতো ছোঁয়া দিই

সিঁদুরের সোহাগ দিল, আবীরেরই রঙ
সাজিয়ে বরণডালা লাজে রাঙা মন।
সাত পাঁকে পড়বে বাঁধা, জল সইতে চল
সাত পাঁকে পড়বে বাঁধা, জল সইতে চল
খুশি, খুশি দুই মনেতে, ফুটলো বিয়ের ফুল রে…

লেগেছে, লেগেছে রে বিয়া লেগেছে
উলু দে, শঙ্খ বাজা, বিয়া লেগেছে,
লেগেছে, লেগেছে রে বিয়া লেগেছে
উলু দে, শঙ্খ বাজা, বিয়া লেগেছে।

হৃদয়ের গাঁটছড়া যে বাঁধা আছে এক সুতোতে
শুভ দৃষ্টিতেই হবে শুভ পরিণয়
যদিদং হৃদয় তব, মন বলেছে তোমার হবো
এক সুরে গান বাঁধবো এই ভরসায়

হৃদয়ের গাঁটছড়া যে বাঁধা আছে এক সুতোতে
শুভ দৃষ্টিতেই হবে শুভ পরিণয়,
যদিদং হৃদয় তব, মন বলেছে তোমার হবো
এক সুরে গান বাঁধবো এই ভরসায়

হবে রে মালাবদল, চল রে ছুটে চল
হবে রে মালাবদল, চল রে ছুটে চল
প্রেম পেলো পরিণতি ফুটলো বিয়ের ফুল রে

লেগেছে, লেগেছে রে বিয়া লেগেছে
উলু দে, শঙ্খ বাজা, বিয়া লেগেছে
লেগেছে, লেগেছে রে বিয়া লেগেছে
উলু দে, শঙ্খ বাজা, বিয়া লেগেছে

সিঁদুরের রঙ লেগেছে, বাজল সানাই, নূপুর বাজে
মনে মন মিললে তবেই শুভ পরিণয়
রাঙা বউ মুখ ঢেকেছে, পান পাতাতে চোখের লাজে
আজ থেকে দুই হলো এক প্রেমেরই মায়ায়

সিঁদুরের রঙ লেগেছে, বাজল সানাই, নূপুর বাজে
মনে মন মিললে তবেই শুভ পরিণয়
রাঙা বউ মুখ ঢেকেছে, পান পাতাতে চোখের লাজে
আজ থেকে দুই হলো এক প্রেমেরই মায়ায়

পেলো মন, চেয়েছে যাকে, চল রে ছুটে চল
পেলো মন, চেয়েছে যাকে, চল রে ছুটে চল
শুরু হলো নতুন জীবন, ফুটলো বিয়ের ফুল রে

লেগেছে, লেগেছে রে বিয়া লেগেছে
উলু দে, শঙ্খ বাজা, বিয়া লেগেছে
লেগেছে, লেগেছে রে বিয়া লেগেছে
উলু দে, শঙ্খ বাজা, বিয়া লেগেছ

The End


Biya Legeche lyrics in English

Elo Elo Sukher Logon Holud Bata Di
Konnar Aalta Paaye Aalto Chowa Di
Elo Elo Sukher Logon Holud Bata Di
Konnar Aalta Paaye Aalto Chowa Di

Sindurer Sohag Dilo Abireri Rong
Sajiye Borondala Laaje Ranga Mon
Saat Paake Porbe Badha Jol Soite Chol
Khushi Khushi Dui Monete Futlo Biyer Phul Re

Legeche Legeche Re Biya Legeche
Ulu De Shonkho Baja Biya Legeche
Legeche Legeche Re Biya Legeche
Ulu De Shonkho Baja Biya Legeche

Hridoyer Gaatchara Je Bandha Ache Ek Sutote
Shubho Drishtitei Hobe Shubho Porinoy
Jodidong Hridoy Tobo Mon Boleche Tomar Hobo
Ek Sure Gaan Bandhbo Ei Bhoroshay

Hobe Re Mala Bodol Chol Re Chutey Chol
Hobe Re Mala Bodol Chol Re Chutey Chol
Prem Pelo Porinoti Futlo Biyer Phul Re

Legeche Legeche Re Biya Legeche
Ulu De Shonkho Baja Biya Legeche
Legeche Legeche Re Biya Legeche
Ulu De Shonkho Baja Biya Legeche


বিয়ের ঋতুতে একটা বিয়ের গান হবেনা তা কি হয়?  এসছে নতুন বিয়ের গান বিয়া লেগেছে । রাহুল দত্তের লেখা একটি সুন্দর বাংলা গান যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। গানটির কথা লিখেছেন সোমরাজ দাস এবং সুর করেছেন অতীশয় জৈন। গানটির ভিডিওটি পরিচালনা ও চিত্রগ্রহণ করেছেন সৈয়দ দীপু এবং প্রযোজনা করেছেন ম্যাজিক মোশন পিকচার্স। বেঙ্গলি ওয়েডিং সং ২০২৩


Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]


 

As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE

Comments are off this post