LYRIC
Bhalobashar Morshum Lyrics | ভালোবাসারই মরশুম
Bhalobashar Morshum lyrics in Bengali from movie X Equals to Prem starring Anindya Sengupta, Shruti Das, Arjun Chakrabarty, Madhurima Basak and others. The song is sung by Shreya Ghoshal. Lyrics penned by Barish and music composed by Sanai
ভালোবাসারই মরশুম
Music Label : Shri Venkatesh Films
Bhalobashar Morshum Lyrics in Bengali –
মন …একে একে দুই
একাকার আমি তুই
আর না চোখ…. ফিরিয়ে…., একটু হাস
নেই, মনে কি কিছুই
তোর ঠোঁটের ডানা ছুঁই
মিলবে সব জীবনের ক্যালকুলাস
স্মৃতিরা গেছে পরবাস……
কথারা হয়েছে নিঝুম….
এ বুকে তবু বারো…মাস
ভালোবাসারই মরশুম…….
ভালোবাসারই মরশুম..
ডাক নামে ডেকে যাই
সেই আগের তোকে চাই
সেই যে সেই তাকালেই
সর্বনাশ…….
ঝড় এলে তুই
সাথে থাকলে কি ভয়
তোর …….ঠিকানায় পাঠালাম এ হৃদয়……
প্রেম হলে এক সুরে গান বেজে যায়….
সে দেয় জখম
তবু সেই তো ভেজায়…
ব্যথারা ফিরেছে এপাশ….
বালিশে জমে ভাঙা ঘুম….
এ বুকে তবু বারোমাস
ভালোবাসারই মরশুম……
ভালোবাসারই মরশুম……
দিন বদলে যাবে ফের হাত ধরে সময়ের
ফুটবে ঠিক মন মাফিক
মন পলাশ…….
ফুটবে ঠিক মন মাফিক
মন পলাশ…….
ফুটবে ঠিক মন মাফিক
মন পলাশ…….
Comments are off this post