LYRIC

Behula Lyrics by Shunno Band | বেহুলা

Song : Behula
বেহুলা
Tune & Composition : Shunno
Vocal : Emil
Bass : Michael
Drums : Labib
Guitar : Ishmam
Lyrics : Tanvir Chowdhury
Produced by : Shaker Raza


Behula Song Lyrics In Bengali :

ভাগ্য আমায় ছোবল মা‌রে
র‌ক্তে বি‌ষের জ্বালা…….
তু‌মি আমার আঁধার রা‌তে
একশ তারার মালা…
‌তোমার আমার এই কাহিনী
হাজার বছর ধ‌রে……..
ভা‌লোবাসার গান শোনা‌বে
প্রা‌চিন কোনো সু‌রে….
ও‌ …বেহুলা ……….
আ‌মি মর‌লে আমায় নিয়ে
ভাসাইও ভেলা
ও‌ …বেহুলা ……….
আ‌মি মর‌লে আমায় নিয়ে
ভাসাইও ভেলা
ছাইড়া গেল স্বজন সুজন
তু‌মি তবু পা‌শে……
তোমার মতন এমন ক‌রে
আর কে ভা‌লোবা‌সে
‌তোমার কায়া বড় মায়া
ব‌টের ছায়া চো‌খে……..
আগ‌লে রা‌খো বন্ধু আমায়
এই দু‌নিয়া থে‌কে….
ও‌ …..বেহুলা ………..
আ‌মি মর‌লে আমায় নিয়ে
ভাসাইও ভেলা
ও‌ …..বেহুলা ………..
আ‌মি মর‌লে আমায় নিয়ে
ভাসাইও ভেলা
কা‌লো‌মে‌ঘে ডুব‌লো আকাশ
বজ্র হানাহা‌নি….
আকাশ জা‌নে তোমায়
ভা‌লো বা‌সি কতখা‌নি
কা‌লো‌মে‌ঘে ডুব‌লো আকাশ
বজ্র হানাহা‌নি
আকাশ জা‌নে তোমায়
ভা‌লো বা‌সি কতখা‌নি
ও‌.. বেহুলা ………..
আ‌মি মর‌লে আমায় নিয়ে
ভাসাইও ভেলা
ও‌.. বেহুলা ………..
আ‌মি মর‌লে আমায় নিয়ে
ভাসাইও ভেলা

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!