LYRIC

Amar Valobasha | আমার ভালোবাসা | Habib Wahid

Amar Valobasha Lyrics, sung by Habib Wahid. The song is written by Shohel Arman and Tune and composer by Habib Wahid.

Song Name: Amar Valobasha
Lyrics: Shohel Arman
Tune and composer: Habib Wahid
Singer: Habib Wahid
Movie: Golui
Directed by: S A Haque Olike
Produced by: Khourshed Alam Khosru
Story: Khourshed Alam Khosru
Distribution by : TOT Films


Music Video of Amar Valobasha


Amar Valobasha Lyrics in Bengali – 

আমার ভালোবাসার কথাগুলো…….
তোমার হৃদয়ে ছুঁতে চায়……..
তোমার প্রেমের প্রথম মানুষ…
আমার হৃদয় হতে চায়………
বলোনা, জোছনা কত চাঁদ ছড়ালে..
রুপালি ……..রং গায়ে মেখে
তুমি শুধু আমার হবে
শোননা…….. ফুলের কত সুবাষ হলে
আমার বুকে মাথা রেখে তুমি খুব আপন হবে…..
মন তোমার প্রেমের শহর
আমায় ‍নিও সাথে……
স্বপ্ন পাখি মিলবে ডানা
তারা জ্বলা রাতে
গলুই যেমন নদীর বুকে
জলের পথ আঁকে…..
তেমনি আমি ….পাশেই রবো…
তোমার প্রেমের ডাকে……
বলোনা…… জোছনা কত চাঁদ ছড়ালে
রুপালি…….. রং গায়ে মেখে
তুমি শুধু আমার …হবে
শোননা……. ফুলের কত সুবাষ হলে
আমার বুকে মাথা রেখে তুমি খুব আপন হবে…….

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!