আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি
ছেলে হারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি
আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারী……
আমি কি ভুলিতে পারি…
জাগো নাগিনীরা জাগো
জাগো নাগিনীরা জাগো
জাগো কালবোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা
জাগো নাগিনীরা জাগো
জাগো নাগিনীরা জাগো জাগো
জাগো কালবোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা
দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী
দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি
তবু তোরা পার পাবি
না ……না…. খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারী -একুশে ফেব্রুয়ারী
একুশে ফেব্রুয়ারী -একুশে ফেব্রুয়ারী
সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকানন্দা যেন….
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকানন্দা যেন
এমন সময় ঝড় এলো……
ঝড় এলো খ্যাপা বুনো
সেই আঁধারের পশুদের মুখ চেনা
সেই আঁধারের পশুদের মুখ চেনা
তাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা
তাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা
ওরা গুলি ছোঁড়ে এদেশের বুকে দেশের দাবীকে রুখে
ওরা গুলি ছোঁড়ে এদেশের বুকে দেশের দাবীকে রুখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাঙলার বুকে…..
ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাঙলার বুকে……
ওরা এদেশের নয়
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা এদেশের নয়
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কাড়ি
ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারী একুশে ফেব্রুয়ারী
একুশে ফেব্রুয়ারী একুশে ফেব্রুয়ারী
আ…….আ…….আ…….আ…….আ…….আ…….
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলতে পারি?
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলতে পারি?
“Ekusher Gaan”, more popularly known as “Amar Bhaier Rokte Rangano” is a Bengali song written by Abdul Gaffar Choudhury to mark the Bengali Language Movement in 1952 East Pakistan.
[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]
Comments are off this post