১.যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তাঁর কর্মক্ষেত্রে বিপদের আশংকা থাকে কম।
২.বৌয়েরা ঘরের লক্ষ্মী হয়। এদেরকে যত বেশি ভালোবাসা দেওয়া হয়, তত বেশি সংসারে শান্তি আসে।
৩. স্ত্রীকে যথেষ্ট পরিমাণে সময় দিন, নাহলে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করুন। সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না।
৪. সেই পুরুষই কাপুরুষ যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি।
৫.প্রতিদিন একবার স্ত্রীকে ” আমি তোমাকে ভালোবাসি ” বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয়ে যায়।
৬. স্ত্রীকে সপ্তাহে একদিন ফুচকা খাওয়াতে এবং মাসে একদিন ঘুরতে নিয়ে গেলে স্বামীর শরীর স্বাস্থ্য ভালো থাকে।
৭. অন্য নারীর সাথে পরকীয়া করার চেয়ে স্ত্রীকে একবেলা পেটানো ভালো। তবে পেটানোর পরে তিনগুণ বেশি ভালোবাসা আবশ্যক।
৮. মন ভালো রাখতে বৌকে ফেসবুক, ফোনবুক, নোটবুক সহ সব ধরণের একাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন।
৯. মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি। তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবে না। তাই স্বামীদের উচিৎ স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো!
১০. একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মা যে কষ্ট সহ্য করে তা বাবা সারাজীবন ভালোবেসেও শোধ করতে পারে না। তাই প্রত্যেকটা স্বামীর উচিৎ তাঁর সন্তানের মাকে কোনোরকম কষ্ট না দেয়া।
১১.যুদ্ধে বিজয়ী হলেই বিপ্লবী হওয়া যায় না৷ প্রকৃত বিপ্লবী তো সেই যে স্ত্রীর মনের একমাত্র বীরপুরুষ।
স্বর্গে প্রবেশ | Bengali Jokes
মৃত্যুর পর একটা লোক স্বর্গের গেটে গিয়ে পৌঁছলো । সেখানে তার সাথে চিত্রগুপ্তের দেখা হল
চিত্রগুপ্ত বললেন– স্বর্গে প্রবেশ করতে হলে তোমাকে একটা প্রশ্নের জবাব দিতে হবে
লোকটি জিজ্ঞেস করলো– কি প্রশ্ন ?
চিত্রগুপ্ত বললেন– তোমাকে একটা শব্দের শুদ্ধ বানান করতে হবে, সেটা যদি তুমি যথার্থভাবে বানান করতে না পারো, তোমাকে নরকে পাঠিয়ে দেওয়া হবে
লোকটি জিজ্ঞেস করলো– কি বানান করতে হবে আমাকে, বলুন
চিত্র গুপ্ত বললেন– বানান করুন LOVE
লোকটি বললো– ঠিক আছে L -O – V – E
চিত্র গুপ্ত বললেন– একদম ঠিক হয়েছে, তুমি স্বর্গে চলে এসো
লোকটি যখন গেট অতিক্রম করে স্বর্গে প্রবেশ করবে, এমন সময় চিত্র গুপ্তের মোবাইলে ভগবান বিষ্ণুর ফোন এলো
ফোনে কথা বলা শেষ করে চিত্র গুপ্ত লোকটাকে জানালেন– আমাকে বিষ্ণু একটা জরুরি কাজে ডেকেছেন আমি কয়েক মিনিটের জন্য যাচ্ছি আমি না আসা পর্যন্ত তুমি দয়া করে গেটের দিকে একটু খেয়াল রাখবে
লোকটি বললো– ঠিক আছে ।
চিত্রগুপ্ত বললেন– আমার অনুপস্থিতিতে কেউ যদি স্বর্গে ঢুকতে চায়, আমি তোমাকে যা জিজ্ঞেস করেছি, তুমিও তাকে তা-ই জিজ্ঞেস করবে আর সে কৃতকার্য হলে তাকে স্বর্গে ঢুকিয়ে দিও , অন্যথায় তাকে নরকে পাঠিয়ে দিও ।
লোকটি বললো- আপনি নিশ্চিন্তে যান, আমি আপনার কথা মতোই কাজ করবো I চিত্র গুপ্ত চলে যাওয়ার পরই লোকটা দেখল যে একজন মহিলা তার দিকে এগিয়ে আসছেন কাছে আসার পর দেখলো, ওই মহিলাটি তার স্ত্রী
লোকটি জিজ্ঞেস করলো- লীলা, তুমি এখানে কি করে এলে ?
মহিলাটি বললো- তোমার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে আমি যখন বাড়ি ফিরছি, তখন একটা ট্রাক আমাকে পুরো পিষ্ট করে চলে যায় i তারপরই আমি এখানে চলে এসেছি এখন তুমি গেট ছেড়ে আমাকে স্বর্গে যেতে দাও
লোকটি বললো– এখানের নিয়ম অনুযায়ী স্বর্গে ঢুকার আগে তোমাকে একটা শব্দের বানান শুদ্ধ করে বলতে হবে, সেটাতে যদি সফল হও তাহলেই তুমি স্বর্গে যাবার অনুমতি পাবে আর নইলে তোমাকে নরকে কাল কাটাতে হবে ।
মহিলাটি বললো– বল, আমাকে কোন শব্দ বানান করতে হবে ?
লোকটি বললো– চেকোস্লোভাকিয়া (Czechoslovakia) 😂😂😂😂😂😂😂😂
#collected
শিক্ষকের বয়স কতো ? | Bengali Jokes
স্কুলে ম্যাথ টিচার প্রশ্ন করলেন :-আচ্ছা বলতো এক কাটা জমির দাম 200টাকা হলে আমার বয়স কতো ?
প্রশ্ন শুনে সবাই একদম চুপ কেউ বলতে পারছে না,
এমতাবস্থায় পাঁচু হাতটা তুলে বসে আছে ,
শিক্ষক দেখলেন কেউ উত্তর বলতে পারছেনা কিন্তু লাস্ট বয় পাঁচু হাত তুলেছে !
শিক্ষক পাঁচুকেই জিগগেস করলেন ।
উত্তরে পাঁচু বললো “স্যার আপনার বয়স ৪২বছর ।
সেকিরে পাঁচু? তুই কী করে বার করলি ?
পাঁচু:- স্যার ওটা বলা যাবেনা !
শিক্ষক :- তোকে বলতেই হবে পাঁচু.
পাঁচু তার বইব্যাগ সব বগলদাবা করে দৌড়াল আর বললো স্যার আমার দাদা হাফ পাগলা আর তার বয়স ২১বছর….॥
জোকস্ যা কেবল জোকস্ নয়
এটা এমন একটা জোকস্ যা কেবল জোকস্ নয়, জ্ঞান ও বটে।
———————————————————————————
এক পর্যটক, এমন একটি শহরে বেড়াতে এল, যেখানে পুরো শহর ধারে ডুবে ছিল।
পর্যটক 500 টাকার নোট হোটেলের কাউন্টারে দিয়ে বলল :- আমি আপনার হোটেলের ভেতরে যাচ্ছি কামরা দেখে পছন্দ করার জন্য !
হোটেল মালিক সঙ্গে সঙ্গে ঘী ওয়ালার কাছে দৌড়োল আর তাকে 500 টাকা দিয়ে পুরোনো হিসাব মিটিয়ে দিল।
ঘী ওয়ালা দৌড়াল দুধ ওয়ালার কাছে আর পৌঁছে 500 টাকা দয়ে তার হিসাব চুকিয়ে দিল !
দুধ ওয়ালা গেল গাই ওয়ালার কাছে আর 500 টাকা দিয়ে তার ধার শোধ করে দিল !
গাই ওয়ালা দৌড়ে গেল ঘাস ওয়ালার কাছে আর 500 টাকা দিয়ে তার হিসাব মিটিয়ে দিল !
ঘাস ওয়ালা ঐ হোটেলে দৌড়ে এল। ওখানে সে মাঝে মাঝেই রেস্টোরেন্টে ধারে খাবার খেত। 500 টাকা দিয়ে সে হাঁফ ছাড়ল !
পর্যটক কিছুক্ষণ পর ফেরত এল আর 500 টাকার নোট ফেরত নিয়ে বলল, কোনো রুম পছন্দ হল না !
না কেউ কিছু নিল
না কেউ কিছু দিল
সবারই হিসাব চুকে গেল !
তাহলে বল গোলমালটা কোথায় ?
কোথাও কোনো গোলমাল নেই
আসলে সবারই ভুল ধারনা হল টাকা আমার।
পৃথিবীতে খালি হাতে এসেছ
খালি হাতেই যেতে হবে।
এই একটু ভাব আর জীবনের আনন্দ উপভোগ কর।
😄 সবসময় খুশি থাকো, নির্বিকার থাকো
👻😁 হাসতে থাকো, হাসাতে থাকো 😊☺
বাংলার রমনীর কাছে সবচেয়ে পবিত্র কাজ কি কি? | Bengali Jokes
বাংলার রমনীর কাছে সবচেয়ে পবিত্র কাজ কি কি?
ভাইকে ফোঁটা দেওয়া,
এবং বরকে খোঁটা দেওয়া।।বিবাহিত জীবন…
দেখতে ঠিক কাশ্মীরের মত।
নিঃসন্দেহে সুন্দর।
কিন্তু সন্ত্রাস… বড্ড বেশী।।বিয়ে কি ?
সেটা বোঝার জন্য এক বৈজ্ঞানিক বিয়ে করে নিলেন i
এখন সমস্যা হলো, তিনি এখন বুঝতে পারছেন না বিজ্ঞান কি ?একটি দুঃখ এর কাহিনী–
ছেলেটা একা রেঁধে খেতো
কষ্ট কমাতে বিয়েও করল .
এখন ছেলেটা দুজন এর রান্না করেস্বামী – গাড়ির জানালাগুলো খুলে দাও, বড্ড গরম লাগছে।
স্ত্রী – লাগুক, কাঁচ খুললেই সবাই বুঝে যাবে আমাদের গাড়ি এসি নয়।একটা শশ্মানে চারটি কঙ্কালের খুলি পড়েছিল।
তিনটে কুকুর তিনটি খুলি চাটছিল
অথচ আর একটা খুলির দিকে ফিরে ও তাকাচ্ছে না
একটা শিয়াল দেখে জানতে চাইল
– কি ব্যাপার, তোমরা তিনটে খুলি চাটছ অথচ
আর একটার দিকে নজর দেবার সময় নেই।
– ওটা বিবাহিত মানুষের মাথা
ওটা ওর বৌ চেটে চেটে আর কিছু রাখেনি।শিয়ালদহ স্টেশনে নামতেই এক ভদ্রমহিলাকে একজন কুলি জিজ্ঞেস করলেন-
-ম্যাডাম কুলি চাই কি??
মহিলা বিনম্রতার সহিত উত্তর দিলেন
“না; আমার বর আমার সাথে আছে” ✌
No comments yet