Bengali Good Morning Wishes  2022 | প্রভাতী শুভেচ্ছা

আজ প্রভাতের আলোর বেনু
দিগন্তের ওই হাসি,
মাতল সবাই নদীর পাড়ে
ফুলের রাশি রাশি।
… প্রভাতী শুভেচ্ছা🙏


মন ভারী আজ মেঘের সাথে
হিমেল হাওয়ার নাচন আজ,
মেঘলা দিনে শ্যামলা মেয়ে
হঠাৎ একই করল কাজ!
….প্রভাতী শুভেচ্ছা🙏


মেঘ কন্যার কান্না আজও
থামল না তো কই,
মাঠ ঘাট আজ ডুবছে সবই
সবখানে জল থৈ।
… প্রভাতী শুভেচ্ছা🙏


দিনের শুরু নিঃশব্দে
ঘুম ঘুম ছবি তার,
মনে আজও তার বিষণ্ণতা
ক্যানভাসে মেঘবালিকার।
…. সাত সকালের শুভেচ্ছা🙏


আজকে রবি উঠল জেগে
মেঘবালিকার প্রস্থানে,
আলোর ছটায় মাতলো ভুবন
দিগন্তের ওই সবখানে।
….. প্রভাতী শুভেচ্ছা🙏


ঘুম ঘুম রাতের শেষে, সূর্য আবার উঠলো হেসে
ফুটলো আবার আলো, দিনটা সবার কাটুক ভালো
শুরু হলো নতুন দিন, জানাই এবার ( গুড মর্নিং )


সকালে শুনি কোকিলের কুহু কুহু ডাক
দূর আকাশে উড়ে যায় সাদা বকের ঝাঁক
বাতাসের শীতল হাওয়ায় মন মাতাল
বন্ধু তোমাকে জানাই ‘শুভ সকাল‘

Added by

admin

SHARE