LYRIC
Shokoli Tomari Iccha Lyrics | সকলি তোমারি ইচ্ছা
Shokoli Tomari Iccha lyrics in Bengali is Originally sung by Pannalal Bhattacharya. Lyrics penned by Atul Krishna MitraKumar Shanu and Anuradha Padwal also sang in their own style .Label:: Saregama India Ltd.সকলি তোমারি ইচ্ছা গানটি গেয়েছেন পান্নালাল ভট্টাচার্য ।সকলি তোমারি ইচ্ছা গানটি একটি শ্যামা সঙ্গীত।কুমার শানু এবং অনুরাধা পডওয়ালও গানটি তাদের নিজস্ব স্টাইলে গেয়েছেন ।
Song Credits:
Song: Sakali Tomari Ichchha
Album: Kumar Shanu
Artist: Kumar Sanu
Music Director: Traditional
Lyricist: Ramdulal Nandy
[ez-toc]
See the music video on the YouTube channel for your reference
For Karaoke Please Contact Us And Mention Song Name
Shokoli Tomari Iccha lyrics in Bengali
সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি করো মা
লোকে বলে করি আমি
সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি করো মা
লোকে বলে করি আমি
সকলি তোমারি ইচ্ছা,
পঙ্কে বদ্ধ কর করি,
পঙ্গুরে লঙ্ঘাও গিরি
পঙ্কে বদ্ধ কর করি,
পঙ্গুরে লঙ্ঘাও গিরি
কারে দাও মা ব্রহ্মপদ
কারে করো অধগামী
কারে দাও মা ব্রহ্মপদ
কারে করো অধগামী
সকলি তোমারি ইচ্ছা,
ইচ্ছাময়ী তারা তুমি মা
তোমার কর্ম তুমি করো মা
লোকে বলে করি আমি
সকলি তোমারি ইচ্ছা,
আমি যন্ত্র, তুমি যন্ত্রী,
আমি ঘর, তুমি ঘরনী
আমি যন্ত্র, তুমি যন্ত্রী
আমি ঘর, তুমি ঘরনী
আমি রথ, তুমি রথী,
যেমন চালাও তেমনি চলি
আমি রথ, তুমি রথী,
যেমন চালাও তেমনি চলি
সকলি তোমারি ইচ্ছা,
ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি করো মা
লোকে বলে করি আমি
সকলি তোমারি ইচ্ছা,
ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি করো মা
লোকে বলে করি আমি
সকলি তোমারি ইচ্ছা,
Song: Sokoli Tomari Echcha
Type: Shayamasangeet Shayamasangeet
Artist: Pannalal Bhattacharya
The song is sung by Kumar Shanu. The lyrics of the song are written by Ram Dulal Nandi. এই গানটি গত কয়েক বছর ধরে অনেক গায়ক কভার করেছেন। পান্নালাল ভট্টাচার্য এবং অনুরাধা পডওয়াল তাদের মধ্যে বিখ্যাত।
Shokoli Tomari Iccha lyrics in English
Shokoli Tomari Iccha
Iccha-Moyi Tara Tumi
Tomar Kormo Tumi Koro Maa
Loke Bole Kori Ami
Sokoli Tomari Iccha
Iccha-Moyi Tara Tumi
Tomar Kormo Tumi Koro Maa
Loke Bole Kori Ami
Sokoli Tomari Iccha
Ponkey Boddho Koro Kori
Pangure Langhao Giri
Ponkey Boddho Koro Kori
Pangure Langhao Giri
Kare Dao Ma Bramhapod
Kare Koro Adhogami
Kare Dao Ma Bramhapod
Kare Koro Adhogami
Sokoli Tomari Iccha
Iccha-Moyi Tara Tumi
Tomar Kormo Tumi Koro Maa
Loke Bole Kori Ami
Sokoli Tomari Iccha
Ami Jontro Tumi Jontri
Ami Ghor Tumi Ghoroni
Ami Jontro Tumi Jontri
Ami Ghor Tumi Ghoroni
Ami Rotho Tumi Rothi
Jemon Chalao Temni Choli
Ami Rotho Tumi Rothi
Jemon Chalao Temni Choli
Sokoli Tomari Iccha
Iccha-Moyi Tara Tumi
Tomar Kormo Tumi Koro Maa
Loke Bole Kori Ami
Sokoli Tomari Iccha
Iccha-Moyi Tara Tumi
Tomar Kormo Tumi Koro Maa
Loke Bole Kori Ami
Sokoli Tomari Iccha
Kumar Sanu And Anuradha Paudwal also sang Mayer Payer Joba Hoye in their own style.
What is Shyama Sangeet
শ্যামা সঙ্গীত হল হিন্দু দেবী শ্যামা বা কালীকে উৎসর্গ করা বাংলা ভক্তিমূলক গানের একটি ধারা যা সর্বোচ্চ সার্বজনীন মা-দেবী দুর্গা বা পার্বতীর রূপ। এটি শক্তিগীতি বা দুর্গাস্তুতি নামেও পরিচিত । শ্যামাসঙ্গীতকে দুটি ধারায় ভাগ করা যায়: ভক্তিমূলক বা আধিভৌতিক এবং দুর্গাস্তুতি, উমাসঙ্গীত, আগমণি বা বিজয়া গান। প্রথম শ্রেণীর গান ভক্তি ও আধ্যাত্মিক চিন্তা দ্বারা অনুপ্রাণিত। দ্বিতীয় বিভাগ যা দৈনন্দিন পারিবারিক বিষয় বা সামাজিক অনুষ্ঠানের থিমগুলির উপর ভিত্তি করে তৈরি করা হয়, পদাবলী, উমাসঙ্গীত, আগমনী বা বিজয়া গান নামে পরিচিত।
Related Question Of this Song
1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?
[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]
Comments are off this post