LYRIC

Ekbar Kali Bolo Lyrics | একবার কালী বলো

Ekbar Kali Bolo song is a Shyama Sangeet. Parikshit Bala  sang Ekbar Kali Bolo.Music Composed by Ramakrishna Paul.  The Audio of Music Label – Echo Entertainment Pvt. Ltd.

Ekbar Kali Bolo Song Information

Song Credit:
Song: Ekbar Kali Bolo
Artist: Parikshit Bala 
Music Director: Ramakrishna Paul
Lyricist: Traditional

[ez-toc]


See the music video on the YouTube channel for your reference 


For Karaoke Please Contact Us And Mention Song Name

Ekbar Kali Bolo  lyrics in Bengali

জপো কালী ভজো কালী……
বলো রে মন কালী কালী……
হরজায়া মহামায়া ….নরমুন্ডমালিনী……
দিন হীনে কর দয়া মহাদেবী নারায়ণী

একবার কালী বলো
একবার কালী বলো কালী নামেই সুধা যে ওপার
সেই সুধাতেই যায় মিটে ক্ষুদা যে সবার
একবার কালী বলো
একবার কালী বলো
পাপ বিনাশিনী তুমি দেবী কাত্যায়নী
শত্রুনাশিনী তুমি অসুরদলনী
একবার কালী বলো
একবার কালী বলো
দুর্গাসুর বধ করে দূর্গা তুমি হলে
তারা তোমায় বলি মা গো ত্রাণ করো বলে
একবার কালী বলো
একবার কালী বলো
শঙ্কর এর জায়া তাই হয়েছো শঙ্করী
জগদম্ভা কৱালিনি ভবানী ঈশ্বরী
একবার কালী বলো
একবার কালী বলো

একবার কালী বলো
একবার কালী বলো
বেদের সৃজন করে তুমি হলে বেদমাতা
যোগমায়া নামে তুমি তিলক পালিকা
একবার কালী বলো
একবার কালী বলো
অন্নপূর্ণা হয়ে তুমি তিলক তারিণী
করো মা প্রকৃতি তুমি সৃষ্টিকারিনি
একবার কালী বলো
একবার কালী বলো
তুমি মা অপর্ণা কাবেরী অম্বিকা
কালের কালী গায়ে মেখে হলে মা কালিকা
একবার কালী বলো
একবার কালী বলো

একবার কালী বলো
একবার কালী বলো
মহিষাসুর বধ করে মহিষমর্দিনী
সদায় সরসী তুমি মঙ্গলা শিবানী
একবার কালী বলো
একবার কালী বলো
ত্রিপুর নাশিনী তুমি ত্রিপুর সুন্দরী
কাল কাদম্বিনী মা গো রাজ রাজেস্বরী
একবার কালী বলো
একবার কালী বলো
সাবিত্রী তুমি মা গো মুক্তি বিধায়িনী
অশুভ নাশিনী মা তুমি সর্বানী
একবার কালী ভজো
একবার কালী বলো

একবার কালী বলো
একবার কালী বলো
নিছিলাতে তুমি সীতা কৈলাশে পার্বতী
বৃন্দাবনে তুমি রাধা তুমি মা ভারতী
একবার কালী বলো
একবার কালী ভজো
কল্যাণ দায়িনী মা গো তুমি মা কল্যাণী
বহুরূপে তুমি মা গো অভয় দায়িনী
একবার কালী বলো,
একবার কালী বলো
লক্ষী তুমি বৈকুন্ঠে রক্ষিণী দ্বারকায়
যুগে যুগে সবাই মা গো তোমার কৃপা পায়
একবার কালী বলো
একবার কালী বলো কালী নামেই সুধা যে ওপার
সেই সুধাতেই যায় মিটে ক্ষুদা যে সবার (4)

একবার কালী বলো, একবার তারা বলো
একবার শ্যামা বলো, একবার কালী বলো
একবার তারা বলো, একবার কালী বলো

The End


Ekbar Kali Bolo  lyrics in English

Jopo Kali Bhojo Kali
Bolo Re Mon Kali Kali
Horojaya Mohamaya Naromundomalini
Dino Heene Koro Doya Mohadebi Narayaoni

Ekbar Kali Bolo
Ekbar Kali Bolo Kali Naamei Sudha Je Opar
Sei Sudhatei Jaay Mitey Khuda Je Sobar
Ekbar Kali Balo
Ekbar Kali Balo
Paap Binashini Tumi Debi Katyaini
Shotrunashini Tumi Asurodoloni
Ekbar Kali Bolo Ekbar Kali Balo
Durgasur Bodh Kore Durga Tumi Hole
Tara Tomay Boli Ma Go Tran Koro Bole
Ekbar Kali Balo
Ekbar Kali Balo
Sankar Er Jaya Tai Hoyecho Sankari
Jagodomba Koralini Vabani Iswari
Ekbar Kali Balo
Ekbar Kali Balo


Ekbar Kali Bolo song singer information

Parikshit Bala is one of the greatest singers of Bengal.
Some of his most popular songs:
1. Jabi Jedin Shoshan Ghate
2. Thelay Na Porle Biral
3. Khejur Gachhe Hari Badho Mon
4. Machh Khaite Lage Besh
5. Jokhon Tomar Keu Chhilo Na
6. Mokka Theke Nodiya
7. Diye Nake Nossi Mere Hachchi
8. Ledi Gini Chom Chom
9. Jora Shalikh Dekha Bhalo
10. Amar Damra Shala
11. Amar Bari Krishnonogor

একবার কালী বলো একটি জনপ্রিয় বাংলা শ্যামা সঙ্গীত (ভক্তিমূলক গান)। এই গানটির সুর করেছেন রামকৃষ্ণ পাল। এই গানটি বিভিন্ন বাঙালি শিল্পী গেয়েছেন


About Shyama Sangeet

Shyama Sangeet is a genre of Bengali devotional songs dedicated to the Hindu goddess Shyama or Kali which is a form of supreme universal mother-goddess Durga or parvati. It is also known as Shaktagiti or Durgastuti.

শ্যামা সঙ্গীত হল হিন্দু দেবী শ্যামা বা কালীকে উৎসর্গ করা বাংলা ভক্তিমূলক গানের একটি ধারা যা সর্বোচ্চ সার্বজনীন মা-দেবী দুর্গা বা পার্বতীর রূপ। এটি শক্তিগীতি বা দুর্গাস্তুতি নামেও পরিচিত ।শ্যামা সঙ্গীত সাধারণ মানুষের কাছে আবেদন করে কারণ এটি মা এবং তার সন্তানের মধ্যে চিরন্তন এবং মহৎ ভালবাসা এবং যত্নের সম্পর্কের একটি সংগীত উপস্থাপনা। এটি উপাসনার সাধারণ আচার-অনুষ্ঠান এবং তন্ত্রের রহস্যময় অনুশীলন


Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]


 

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!