LYRIC
Swabhaber Gaan Lyrics | স্বভাব তো কখনো যাবে না
Swabhaber Gaan (স্বভাব তো কখনো যাবে না) Lyrics in Bengali sung by Swapan Basu. Starring Swapan Basu, Rajib Chakraborty, Kirtish Talukdar, Ashu Chakraborty, Snighdho Bikramjit, Dipankar Dey. Lyrics Penned By Rajib Chakraborty Thakile Doba Khana Hobe Kochuripana, Swabhaber Gaan is a sequel of Swabhab Ki Kokhonoi Jabe Na, a decade old song by Swapan Basu. This song stresses upon the idea of how some of the characteristics of the nature of people do not change even after ages.
স্বভাব তো কখনো যাবে না
দিন কাল পালটেছে দাদা পাল্টায়নি স্বভাব
দিন কাল পালটেছে দাদা পাল্টায়নি স্বভাব
ভাবের ঘরে করলে চুরি……….
আরে ভাবের ঘরে করলে চুরি
যায়না চলে অভাব দাদা
যায়না চলে অভাব
ফন্দি করার স্বভাব যাদের তারাই ফন্দি করে
ফন্দি করার স্বভাব যাদের তারাই ফন্দি করে
সোজা মানুষ ভালো মানুষ রইলো ভাঙা ঘরে
সোজা মানুষ ভালো মানুষ রইলো ভাঙা ঘরে
যেমন ছিল তেমনি আছে পচা ডোবা খানা
যেমন ছিল তেমনি আছে পচা ডোবা খানা
বাঘ হরিনে একসাথে ভাই খায়না আজো খানা
তাই …..স্বভাব তো কখনো যাবে না
ও মরি স্বভাব তো কখনো যাবে না
যুদ্ধ করা স্বভাব যাদের তারাই যুদ্ধ করে
যুদ্ধ করা স্বভাব যাদের তারাই যুদ্ধ করে
আগেও যারা মরে ছিল তারাই আজও মরে…..
যুদ্ধ করা স্বভাব যাদের তারাই যুদ্ধ করে
আগেও যারা মরে ছিল তারাই আজও মরে…..
মিথ্যে দিয়ে যায় কি ঢাকা সত্যি কথার মানে
বলো ….মিথ্যে দিয়ে যায় কি ঢাকা সত্যি কথার মানে
যার যা খুশি নাও না বুঝে এই স্বভাবের গানে
যার যা খুশি নাও না বুঝে এই স্বভাবের গানে
গানের গুঁতো হোকনা ছুতো সবাই কি তাল কানা
গানের গুঁতো হোকনা ছুতো সবাই কি তাল কানা
বাঘ হরিনে একসাথে ভাই খায়না আজো খানা
তাই ..স্বভাব তো কখনো যাবে না
ও মরি স্বভাব তো কখনো যাবে না
থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা
থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা
বাঘে হরিনে খানা একসাথে খাবেনা
স্বভাব তো কখনো যাবে না
ও মরি স্বভাব তো কখনো যাবে না
ও মরি স্বভাব তো কখনো যাবে না
ও মরি স্বভাব তো কখনো যাবে না
Swabhaber Gaan Lyrics in English
Oh..Mori Sovab Toh Kokhono Jabe Na
Oh..Mori Sovab Toh Kokhono Jabe Na
Oh..Mori Sovab Toh Kokhono Jabe Na
[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]
Comments are off this post