বল বল বল সবে
শত বীণা বেনু রবে
ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে
বল বল বল সবে
শত বীণা বেনু রবে
ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে
ধর্মে মহান হবে কর্মে মহান হবে
নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পুরবে
ধর্মে মহান হবে কর্মে মহান হবে
নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পুরবে
আজো গিরিরাজ রয়েছে প্রহরী ঘিরি তিনদিক নাচিছে লহরী
যায়নি শুকায়ে গঙ্গা গোদাবরী এখনও অমৃতবাহিনী
প্রতি প্রান্তর প্রতি গুহাবন প্রতি জনপদ তীর্থ অগুনন
কহিছে গৌরব কাহিনী
বল বল বল সবে
শত বীণা বেনু রবে
ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে
ভোলে নি ভারত ভোলে নি সে কথা অহিংসার বাণী উঠেছিল যেথা
নানক নিমাই করেছিল ভাই সকল ভারত নন্দনে
ভুলি ধর্ম দ্বেশ লাজে অভিমান ত্রিশকোটি দেহ হবে একপ্রাণ
এক জাতি প্রেম বন্ধনে
বল বল বল সবে
শত বীণা বেনু রবে
ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে
এসো হে কৃষক কুটির নিবাসী এসো অনার্য গিরিবনবাসী
এসো হে সংসারী এসো হে সন্ন্যাসী মিল’ হে মায়ের চরণে
এসো হে হিন্দু এসো মুসলমান এসো হে পার্শী বৌদ্ধ খ্রিষ্টীয়ান
মিল’ হে মায়ের চরণে
বল বল বল সবে
শত বীণা বেনু রবে
ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে
বল বল বল সবে
শত বীণা বেনু রবে
ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে
ধর্মে মহান হবে কর্মে মহান হবে
নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পুরবে
ধর্মে মহান হবে কর্মে মহান হবে
নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পুরবে
বল বল বল সবে
শত বীণা বেনু রবে
ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে
Comments are off this post