LYRIC

Ekbar Biday De Ma Lyrics | একবার বিদায় দে মা

Song : Ekbar Bidaay De Ma
একবার বিদায় দে মা Movie : Subhas Chandra
Artist : Lata Mangeshkar
Music : Aparesh Lahiri
Lyricist : Pitamber Das


Ekbar Biday De Ma Lyrics in Bengali : 

একবার বিদায় দে মা… ঘুরে আসি
একবার বিদায় দে মা….. ঘুরে আসি
হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী
আমি… হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী…..
একবার বিদায় দে মা ঘুরে আসি

কলের বোমা তৈরি করে
দাঁড়িয়ে ছিলেম রাস্তার ধারে মাগো..
বড়লাটকে মারতে গিয়ে
মারলাম আরেক ইংলন্ডবাসী…..
একবার বিদায় দে মা ঘুরে আসি

শনিবার বেলা দশটার পরে
জজকোর্টেতে লোক না ধরে মাগো
হল অভিরামের দ্বীপ চালান মা ক্ষুদিরামের ফাঁসি…
একবার বিদায় দে মা ঘুরে আসি

বারো লক্ষ তেত্রিশ কোটি
রইলো মা তোর বেটা বেটি মাগো
তাদের নিয়ে ঘর করিস মা
বৌদের করিস দাসী….
একবার বিদায় দে মা… ঘুরে আসি

দশ মাস দশদিন পরে
জন্ম নেব মাসির ঘরে মাগো
তখন যদি না চিনতে পারিস
দেখবি গলায় ফাঁসি
ও মা তখন যদি না চিনতে পারিস
দেখবি গলায় ফাঁসি
একবার বিদায় দে মা ঘুরে আসি।

As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE

Comments are off this post