LYRIC
Bharatbarso Surjer Ek Naam Lyrics | ভারতবর্ষ সূর্যের এক নাম
Song: Bharatbarso Surjer Ek Naam
Artist: Calcutta Youth Choir
Music Director: Y.S.Moolky
Lyricist: Shibdas Banerjee
Bharatbarso Surjer Ek Naam Lyrics in Bengali :
ভারতবর্ষ সূর্যের এক নাম
আমরা রয়েছি সেই সূর্যের দেশে
লীলাচঞ্চল সমুদ্রে অবিরাম
গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মেশে
ভারতবর্ষ সূর্যের এক নাম
আমরা রয়েছি সেই সূর্যের দেশে
লীলাচঞ্চল সমুদ্রে অবিরাম
গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মেশে
ভারতবর্ষ সূর্যের এক নাম
ভারতবর্ষ মানবতার এক নাম
মানুষের লাগি মানুষের ভালবাসা
প্রেমের জোয়ারে এ ভারত ভাসমান
যুগে যুগে তাই বিশ্বের যাওয়া আসা
ভারতবর্ষ মানবতার এক নাম
মানুষের লাগি মানুষের ভালবাসা
প্রেমের জোয়ারে এ ভারত ভাসমান
যুগে যুগে তাই বিশ্বের যাওয়া আসা
সব তীর্থের আঁকা বাঁকা পথ ধরে
প্রেমের তীর্থ ভারত তীর্থে মেশে
ভারতবর্ষ সূর্যের এক নাম
ভারতবর্ষ সাম্যের এক নাম
অস্পৃশ্যতা হিংসা ও দ্বেশ ভুলে
কন্ঠের সবার একতার জয়গান
ভেদা ভেদ ভুলে বক্ষে নিয়েছে তুলে
ভারতবর্ষ সাম্যের এক নাম
অস্পৃশ্যতা হিংসা ও দ্বেশ ভুলে
কন্ঠের সবার একতার জয়গান
ভেদা ভেদ ভুলে বক্ষে নিয়েছে তুলে
দেবতা এদেশে মানুষ হয়েছে জানি
মানুষকে দেখি গণদেবতার বেশে
ভারতবর্ষ সূর্যের এক নাম
আমরা রয়েছি সেই সূর্যের দেশে
লীলাচঞ্চল সমুদ্রে অবিরাম
গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মেশে
Comments are off this post