LYRIC

Bharatbarso Surjer Ek Naam Lyrics | ভারতবর্ষ সূর্যের এক নাম

 Song: Bharatbarso Surjer Ek Naam
Artist: Calcutta Youth Choir
Music Director: Y.S.Moolky
Lyricist: Shibdas Banerjee



Bharatbarso Surjer Ek Naam Lyrics in Bengali : 

ভারতবর্ষ সূর্যের এক নাম
আমরা র​য়েছি সেই সূর্যের দেশে
লীলাচঞ্চল সমুদ্রে অবিরাম
গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মেশে
ভারতবর্ষ সূর্যের এক নাম
আমরা র​য়েছি সেই সূর্যের দেশে
লীলাচঞ্চল সমুদ্রে অবিরাম
গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মেশে
ভারতবর্ষ সূর্যের এক নাম

ভারতবর্ষ মানবতার এক নাম
মানুষের লাগি মানুষের ভালবাসা
প্রেমের জোয়ারে এ ভারত ভাসমান
যুগে যুগে তাই বিশ্বের যাওয়া আসা
ভারতবর্ষ মানবতার এক নাম
মানুষের লাগি মানুষের ভালবাসা
প্রেমের জোয়ারে এ ভারত ভাসমান
যুগে যুগে তাই বিশ্বের যাওয়া আসা
সব তীর্থের আঁকা বাঁকা পথ ধরে
প্রেমের তীর্থ ভারত তীর্থে মেশে
ভারতবর্ষ সূর্যের এক নাম

ভারতবর্ষ সাম্যের এক নাম
অস্পৃশ্যতা হিংসা ও দ্বেশ ভুলে
কন্ঠের সবার একতার জ​য়গান
ভেদা ভেদ ভুলে বক্ষে নিয়েছে তুলে
ভারতবর্ষ সাম্যের এক নাম
অস্পৃশ্যতা হিংসা ও দ্বেশ ভুলে
কন্ঠের সবার একতার জ​য়গান
ভেদা ভেদ ভুলে বক্ষে নিয়েছে তুলে
দেবতা এদেশে মানুষ হ​য়েছে জানি
মানুষকে দেখি গণদেবতার বেশে

ভারতবর্ষ সূর্যের এক নাম
আমরা র​য়েছি সেই সূর্যের দেশে
লীলাচঞ্চল সমুদ্রে অবিরাম
গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মেশে

 

As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE

Comments are off this post