মিঠুন চক্রবর্তী ভারতের একজন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা, সমাজ সংগঠক এবং উদ্যোক্তা। মৃগয়া (১৯৭৬) চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক ঘটে। এ ছবির মাধ্যমেই তিনি ‘সেরা অভিনেতা’ হিসেবে ভারতের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ লাভ করেন। তিনি এ পর্যন্ত ৩০০ টিরও অধিক  চলচ্চিত্রে অভিনয় করেছেন।

অভিনয়, শোম্যানশিপ, সমাজসেবা সব মিলিয়ে মিঠুন চক্রবর্তী এক বর্ণময় ব্যক্তিত্ব। সাধারণ ঘরের ছেলে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক পরিচিতি ও সম্মানের অধিকারী।

আশির দশকে নতুন আঙ্গিক ও নতুন ধারার সঙ্গীতের উত্তরোণের মাধ্যমে কিছু নতুন ও বিরল গায়কের উত্থান হয়েছিল।

ওই একই ধারা বাংলা গানের ক্ষেত্রেও ভালো হয়েছিল। এইরকমই এক দৃষ্টান্ত হলো গায়ক মিঠুন চক্রবর্তী, যিনি সেই সময় বাংলা ও মুম্বাইয়ের চলচ্চিত্রশিল্পে একজন ব্যস্ততম নক্ষত্র।

চারটি সংঙ্গীত সহযোগে মেগাফোন কম্পানী পূজো এল এল পূজো…… (Pujo Elo Elo Pujo) নামে একটি রেকর্ড প্রকাশ করেছিল।

সবকটি সংঙ্গীত রচিত হয়েছিল শ্রী গৌরিপ্রসন্ন মজুমদার দ্বারা, সুরারোপিত হয়েছিল শ্রী বাবুল বোসের দ্বারা এবং সব সংঙ্গীত গুলিই গেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সংঙ্গীত গুলি সমস্ত চিরাচরিত প্রথা ভেঙ্গে দিয়েছিল এবং মিঠুন চক্রবর্তী তাঁর সংঙ্গীত দক্ষতার পরিচয় দিয়েছিলেন। সংঙ্গীত গুলি নিঃসন্দেহে স্মৃতিবেদনাতুর ।

১) পূজো এল এল পূজো
২)যে দিকে দু চোখ যায়
৩)কোলকাতারই রকে কত
৪)না হয় তুমি একটু আরো

পুজ এল অ্যালবাম

পূজো এল…. পূজো এল… Pujo Elo Elo Pujo / মিঠুন চক্রবর্তীর বাংলা গানের পূজার রেকর্ড

 

Added by

admin

SHARE