[smartslider3 slider=”2″]
রবি ঘোষ (১৯৩১ – ১৯৯৭)
২৪শে নভেম্বর, ১৯৩১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার।বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে বিশেষ প্রশংসা কুড়িয়েছেন। তবে বাংলা চলচ্চিত্রের জগতে তিনি সবচেয়ে পরিচিত তার হাস্যরসাত্মক চরিত্র রূপায়নের জন্য। সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে তাকে নিয়মিত অভিনয় করতে দেখা গেছে। চলচ্চিত্র ছাড়াও তিনি বাংলা নাট্যমঞ্চ এবং টেলিভিশন তথা ছোট পর্দায় অভিনয় করেছেন। সত্যজিৎ রায় পরিচালিত গুপী গাইন বাঘা বাইন চলচ্চিত্রে বাঘা চরিত্রে অভিনয় করার জন্য তিনি সবচেয়ে বিখ্যাত হয়ে আছেন। মধ্য ৬০ এই বিদায় নেন রবি ঘোষ ।
অভিনীত চলচ্চিত্রসমূহ
কাহিনী (১৯৯৭)
বাক্স রহস্য (টেলিভিশন) (১৯৯৬)
বৃন্দাবন ফিল্ম স্টুডিওস (১৯৯৬)
পাতাং (১৯৯৪)
পদ্মা নদীর মাঝি (১৯৯৩)
আগন্তুক (১৯৯১)
গুপী বাঘা ফিরে এলো (১৯৯১)
অন্তর্জালি যাত্রা (১৯৮৭)
মহাযাত্রা (১৯৮৭)
আমার গীতি (১৯৮৩)
বাঁচামরার বাগান (১৯৮০)
হীরক রাজার দেশে (১৯৮০)
পাকা দেখা (১৯৮০)
নৌকাডুবি (১৯৭৯)
চারমূর্তি (১৯৭৮)
জানা অরণ্য (১৯৭৬)
কোরাস (১৯৭৪)
মৌচাক (১৯৭৪)
সঙ্গিনী (১৯৭৪)
ঠগিনী (১৯৭৪)
বসন্ত বিলাপ (১৯৭৩)
মর্জিনা আব্দুল্লাহ (১৯৭৩)
আজকের নায়ক (১৯৭২)
পদি পিসির বার্মি বাক্স (১৯৭২)
সবসে বড়া সুখ (১৯৭২)
ধন্যি মেয়ে (১৯৭১)
অরণ্যের দিনরাত্রি (১৯৭০)
আরোগ্য নিকেতন (১৯৬৯)
আপনজন (১৯৬৮)
বাঘিনী (১৯৬৮)
গুপী গাইন বাঘা বাইন (১৯৬৮)
বালিকা বধূ (১৯৬৭)
কাল তুমি আলেয়া (১৯৬৬)
মণিহার (১৯৬৬)
দল গোবিন্দের করচা (১৯৬৬)
গল্প হলেও সত্যি (১৯৬৬)
উত্তরপুরুষ (১৯৬৬)
গৃহ সন্ধানে (১৯৬৬)
স্বপ্ন নিয়ে (১৯৬৬)
আরোহী (১৯৬৫)
মহাপুরুষ (১৯৬৫)
এতটুকু বাসা (১৯৬৫)
সুরের আগুন (১৯৬৫)
আরোহী (১৯৬৪)
লাল পাথর (১৯৬৪)
শুভ ও দেবতার গ্রাস (১৯৬৪)
মোমের আলো (১৯৬৪)
অবশেষে (১৯৬৩)
নির্জন সৈকতে (১৯৬৩)
কষ্টিপাথর (১৯৬৩)
শেষ প্রহর (১৯৬৩)
ছায়াসূর্য (১৯৬৩)
বিনিময় (১৯৬৩)
ন্যায়দন্ড (১৯৬৩)
পলাতক (১৯৬৩)
আগুন (১৯৬২)
অভিযান (১৯৬২)
হাঁসুলীবাঁকের উপকথা (১৯৬২)
মেঘ (১৯৬১)
কিছুক্ষণ (১৯৫৯)
Added by
admin
WRITE A COMMENT
You must be logged in to post a comment.
WRITE A COMMENT
You must be logged in to post a comment.
No comments yet