কবিতা ১৯৭৭ সালে মুক্তি পাওয়া একটি বাংলা চলচ্চিত্র। যেটি পরিচালনা করেছেন ভরত শমশের। চলচ্চিত্রটি ১৯৭৪ সালে মুক্তি পাওয়া তামিল চলচ্চিত্র ‘আভাল ওরু থোডার কাথাই’-এর পুনঃনির্মাণ যেটি, কে. বলচন্দ পরিচালনা করেছিলেন। চলচ্চিত্রটির মূল কাহিনী কবিতা (মালা সিনহা) নামের এক স্বাধীনচেতা নারীকে নিয়ে। এই চলচ্চিত্রে তামিল চলচ্চিত্র অভিনেতা কমল হাসান ১৯৭৪ সালের আসল চলচ্চিত্রটির মতই একটি চরিত্রে অভিনয় করেন।  অভিনেতা কমল হাসান এই একটি মাত্র বাংলা ছবিতে অভিনয় করেছেন।এই ছবির একটি বিখ্যাত গান হলশোন শোন গো সবে শোন দিয়া মনযেটি গেয়েছেন কিশোর কুমার

অভিনয়ে 

  • মালা সিনহা – কবিতা

  • কমল হাসান – গোপাল মেনন

  • রঞ্জিত মল্লিক –

  • অনিল চট্টোপাধ্যায় –

  • সমিত ভঞ্জ –

  • মহুয়া রায়চৌধুরী

  • সন্ধ্যা রায়

  • বিকাশ রায়

  • সতীন্দ্র ভট্টাচার্য

  • বঙ্কিম ঘোষ

  • কমু মুখোপাধ্যায়

  • শমিতা বিশ্বাস

  • সুলতা চৌধুরী

  • বিমল দেব

  • প্রেমা নারায়ণ

  • কবিতা পাণ্ডে

Added by

admin

SHARE