ও কেন এত সুন্দরী হলো গানের গল্প 

একবার  পুজো  এগিয়ে আসছে অথচ পুজোর গান তৈরি হয়নি ,এমন সময় মান্না দে  সিন্ধ্রি নামক এক  খনি এলাকায়  গেছেন অনুষ্ঠান করতে সঙ্গে পুলকবাবু আছেন ওখানে গিয়ে পুলকবাবু তার ভায়রাভাই গৌরীসাধণ মুখার্জির সাথে দেখা করতে গেলেন সাথে মান্না দে ও আছেন ।একটা বাড়ির কাছাকাছি এসে পুলকবাবু  ঠিক বাড়িটা চিনতে পারছিলেন না গাড়ি থেকে নেমে একটা বাড়ির সামনে এসে বললেন  এক মিনিট বসুন  মান্না দা মনে হচ্ছে এই বাড়িটা আমি আসছি ,খানিক পরে পুলকবাবু ফিরে এলেন দেখে মনে হল বেস মুডে আছেন । মান্না দে কে দেখে বললেন দাদা আপনার পুজোর গান  রেডি  আর চিন্তা নেই, মান্না দে অবাক সে কি মশাই আমি তো এখান থেকেই দেখতে পেলাম আপনি ওই বাড়িতে গেলেন কলিংবেল টিপলেন কি যেন দরজা খুলে আপনাকে  কি সব বলল আর আপনিও দেখলাম হন্তদন্ত হয়ে ফিরে এলেন এরমধ্যে গান কি করে হলো?

 পুলকবাবু হেসে গল্পটা বললেন আসলে ভায়রা ভাইয়ের বাড়ি  ভেবে  ভুল বাড়ির কলিং বেল বাজিয়েছেন পুলকবাবু বেলের শব্দ  শুনে এক অসাধারণ সুন্দরী ভদ্রমহিলা দরজা খুলে পুলকবাবুর ভুল শুধরে দিলেন যে এটা সে বাড়ি নয়। কিন্তু ততক্ষণে পুলক বাবুর মন অন্য জগতে চলে গেছে জন্ম নিল এক  চিরকালীন বাংলা গান” অমনি করে ফিরে তাকালো দেখে তো মুগ্ধ হবোই আমি তো মানুষ ও কেন এত সুন্দরী হলো” 

গেয়েছেন – শ্রী মান্না দে
গীতিকার – শ্রী পুলক বন্দ্যোপাধ্যায়
——————————————————<

ও কেন এত সুন্দরী হলো……..
ও কেন এত সুন্দরী হলো

অমনি করে ফিরে তাকালো
অমনি করে ফিরে তাকালো

দেখে তো আমি মুগ্ধ হবোই
আমি তো মানুষ……
ও কেন এত সুন্দরী হলো…..
ও কেন এত সুন্দরী হলো

সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে…..
ঝড় উঠেনি বাতাসটাতে ঘোর লেগেছে
সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে
ঝড় উঠেনি বাতাসটাতে ঘোর লেগেছে

ও কেন তখন…… উড়িয়ে আচল……..
ও কেন তখন উড়িয়ে আচল
খোলা চুলে বাইরে এলো
দেখে তো আমি মুগ্ধ হবোই
আমি তো মানুষ…….

ও কেন এত সুন্দরী হলো……
ও কেন এত সুন্দরী হলো..

সবে যখন প্রাণে আমার মন জেগেছে
পৃথিবীটা একটুখানি.. বদলে গেছে
সবে যখন প্রাণে আমার মন জেগেছে
পৃথিবীটা একটুখানি বদলে গেছে

ও কেন তখন….. হঠা‌ৎ এমন…….
ও কেন তখন হঠা‌ৎ‌ এমন
বিনা কাজে সামনে এলো
দেখে তো আমি মুগ্ধ হবোই
আমি তো মানুষ

ও কেন এত সুন্দরী হলো
ও কেন এত সুন্দরী হলো
ও কেন এত সুন্দরী হলো

As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE