LYRIC

Tumi Sagor Joler Majhe Lyrics | তুমি সাগর জলের মাঝে

Tumi Sagor Joler Majhe Lyrics | তুমি সাগর জলের মাঝে lyrics in Bengali is sung by Kumar Sanu. Lyrics and Composed by Ethun Babu .Music Label :Believe Music 

Song : Tumi Sagor Joler Majhe Vasiye Dile
তুমি সাগর জলের মাঝে

Album : Ami Boro Eka
Singer : Kumar Sanu
Music & Lyrics : Ethun Babu
Music Label :Believe Music 

[ez-toc]


See the music video on the YouTube channel for your reference


Tumi Sagor Joler Majhe  lyrics in Bengali

তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে
ভাসবো চিরকাল ব্যথারই জলে
তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে
ভাসবো চিরকাল ব্যথারই জলে
কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে
কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে
অসহায় এ জীবন কিভাবে চলে
তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে
ভাসবো চিরকাল ব্যথারই জলে

থাকবো স্মৃতি নিয়ে একাকি ঘরে
ঘুম নেই দুচোখে অন্ধকারে

ভোরের পাখিরা আজ কান্না শুনে
উড়ে যায় দুঃখী মনে আসে না ফিরে
কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে
কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে
অসহায় এ জীবন কিভাবে চলে
তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে
ভাসবো চিরকাল ব্যথারই জলে

কতদিন দেখিনি যে তোমার ওই মুখ
পেয়েছো কি খুঁজে তুমি পেয়েছো কি সুখ

হাজার তুফান আর ঝড় আসুক
আশায় থাকবো আমি যে যাই বলুক
কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে
কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে
অসহায় এ জীবন কিভাবে চলে
তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে
ভাসবো চিরকাল ব্যথারই জলে

 


About Singer

কুমার শানু (জন্ম নাম কেদারনাথ ভট্টাচার্য, জন্ম গ্রহণ করেন কলকাতা) ভারতের একজন উল্লেখযোগ্য বলিউড গায়ক.তিনি এওয়ার্ড পান ফিল্ম ফেয়ার সেরা পুরুষ গায়ক পর পর পাঁচ বছর. তাকে ভারত সরকার ২০০৯ সালে পদ্মশ্রী তে সম্মানিত করে.

এওয়ার্ডস

  • ২০০৯: পদ্মশ্রী: ভারত’ তের ৪র্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা যা দেয়া হয়েছে ভারত সরকার এর পক্ষ থেকে।
  • ২০১৪: মহনায়ক উত্তম কুমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট: পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর পক্ষ থেকে৷
  • ২০১৫:সঙ্গীতমেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট: পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর পক্ষ থেকে৷

ফিল্মফেয়ার এওয়ার্ডস

সনগানছবিসংগীত পরিচালকগীতিকার
১৯৯০“আব তেরে বিন”আশিকিনদীম-শ্রবনসমীর
১৯৯১“মেরা দিল ভি কিতনা পাগল হে”সাজাননদীম-শ্রবনসমীর
১৯৯২“সচেংগে তুমহে পেয়ার”দিওয়ানানদীম-শ্রবনসমীর
১৯৯৩ইয়ে কালি কালি আখে”বাজিগরআনু মালিকরানী মালিক
১৯৯৪“ইক লেড়কি কো দেখা”১৯৪২: এ লাভ ষ্টোরিআর. ডি. বর্মনজাভেদ আকতার

 


Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]


 

As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE

Comments are off this post