LYRIC
Tumi Krishna Tumi Bishnu Lyrics | তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু
Song: Tumi Krishna Tumi Bishnu
তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু
Album: Pratik
Singer: Bappi Lahiri
Music: Bappi Lahiri
Lyrics: Mukul Dutta
তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু
Album: Pratik
Singer: Bappi Lahiri
Music: Bappi Lahiri
Lyrics: Mukul Dutta
Tumi Krishna Tumi Bishnu Lyrics in Bengali :
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে…
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে
রাম রাম হরে হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে…
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে
হো………………..ও ..ও……..
তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু
চরাচর কর হে পালন
তুমি বিদ্যা তুমি বুদ্ধি
মতি গতি সবের কারন
মতি গতি সবের কারন
তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু
চরাচর কর হে পালন
তুমি বিদ্যা তুমি বুদ্ধি,
মতি গতি সবের কারন
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে
রাম রাম হরে হরে
আমার পথের দিশা
তুমি বলে দাও………
মন-প্রাণ,ভক্তি-প্রেম
সব তুমি নাও……
সব তুমি নাও……
আমার পথের দিশা
তুমি বলে দাও………
মন-প্রাণ,ভক্তি-প্রেম
সব তুমি নাও……
কোন অভিযোগ নাই
মনে কোন খেদ নাই
সব ছেড়ে নিয়েছি তো
তোমারি স্মরণ…..
তুমি কৃষ্ণ তুমি বিষ্ণ
চরাচর কর হে পালন
তুমি বিদ্যা তুমি বুদ্ধি
মতি গতি সবের কারন
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে
রাম রাম হরে হরে
মরণের কৃষ্ণ নাম লেখা মোর
আছে যে কপালে……
আজ মন কৃষ্ণময়
হয়ে গেছে সব দুঃখ ভুলে…..
হয়ে গেছে সব দুঃখ ভুলে…..
মরণের কৃষ্ণ নাম লেখা মোর
আছে যে কপালে……
আজ মন কৃষ্ণময়
হয়ে গেছে সব দুঃখ ভুলে…..
পড়ে আছি কলঙ্কের ফুল হয়ে……
তবু শ্রীচরণে আমি
ওহে শ্যাম নিয়েছি স্মরণ……..
তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু
চরাচর কর হে পালন
তুমি বিদ্যা তুমি বুদ্ধি
মতি গতি সবের কারন
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে
রাম রাম হরে হরে
তাই যদি হয় তবে কেন
এত অবিচার…………..
অপরাধ করে কেউ
সাজা হয় কার ……
সাজা হয় কার ……
তাই যদি হয় তবে কেন
এত অবিচার…………..
অপরাধ করে কেউ
সাজা হয় কার ……
কেন কাঁদে অভাগিনী
তোমার চরণে
সব ছেড়ে সব ভুলে
নিয়েছে স্মরণ….
জবাব দাও ……জবাব দাও……
জবাব দাও ……জবাব দাও……
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে
রাম রাম হরে হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে
রাম রাম হরে হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে……
No comments yet