LYRIC

Tumi Janona Naki Bojhona Lyrics | তুমি জানোনা নাকি বোঝোনা

Song: Tumi Janona Naki Bojhona 
তুমি জানোনা নাকি বোঝোনা
Artiste : Kumar Sanu Music
Director : Arup Pranay
Lyricist : Pulak BanerjeeTumi Janona Naki Bojhona Lyrics in Bengali : 

তুমি জানো না….., নাকি বোঝোনা..
ভালোবাসা কেন যে হয়
প্রেম কেন আসে মনে

শুধু মনই বোঝে…….  ,ওই মনের কথা…
শুধু মনই বোঝে
ওই মনের কথা
পারবে না কেউ পালাতে
এতে এমন মজা

হে….তুমি জানো না ,নাকি বোঝোনা….
ভালোবাসা কেন যে হয়
প্রেম কেন আসে মনে

send whats app without no

বলে ,কয়ে,দেখে , শুনে
সে তো আসে না…
সোহাগ নদীর জল বিনা সে
তরী ভাসে না….
বলে ,কয়ে,দেখে , শুনে
সে তো আসে না…
সোহাগ নদীর জল বিনা সে
তরী ভাসে না

শুধু তরী জানে…..  , ছোটে কিসের টানে……
শুধু তরী জানে
ছোটে কিসের টানে
পারবে না কেউ এড়াতে
এতে এমন মজা

হে…..তুমি জানো না , নাকি বোঝোনা
ভালোবাসা কেন যে হয়
প্রেম কেন আসে মনে

মনের ঘরেই সে প্রেম এলো
মানতে ক্ষতি কি
জীবনসাথী ভাবো তাকে
নয় সে অতিথি….
মনের ঘরে সে প্রেম এলো
মানতে ক্ষতি কি
জীবনসাথী ভাবো তাকে
নয় সে অতিথি

তার হাতটা ধরো…… ,তাকে আপন করো…..
তার হাতটা ধরো
তাকে আপন করো
পারবে না কেউ ফেরাতে
সে যে রাজার রাজা

তুমি জানো না, হে.. নাকি বোঝোনা
ভালোবাসা কেন যে হয়
প্রেম কেন আসে মনে

শুধু মনই বোঝে….
ওই মনের কথা….
শুধু মনই বোঝে
ওই মনের কথা
পারবে না কেউ পালাতে
এতে এমন মজা

হে…. তুমি জানো না
নাকি বোঝোনা
ভালোবাসা কেন যে হয়
প্রেম কেন আসে মনে
শুধু মনই বোঝে…..
ওই মনের কথা…..
শুধু মনই বোঝে….
ওই মনের কথা…..
শুধু মনই বোঝে…..
ওই মনের কথা……
শুধু মনই বোঝে…
ওই মনের কথা..

 

Comments are off this post

    error: Content is protected !!