LYRIC
Tumi Ekbar Jodi Dako Lyrics | তুমি একবার যদি ডাকো
Tumi Ekbar Jodi Dako
তুমি একবার যদি ডাকো
ছায়াছবি: প্রেম সংঘাত
কথা: মুকুল দত্ত
সঙ্গীত: বাপ্পী লাহিড়ী
শিল্পী: অলকা ইয়াগনিক
Tumi Ekbar Jodi Dako Lyrics in Bengali :
তুমি একবার যদি ডাকো
যেখানেই থাকি আমি আসবো
তুমি একবার যদি ডাকো
যেখানেই থাকি আমি আসবো
সুখের স্বর্গ আমি ছেড়ে….
তোমার ছায়ায় এসে বসব
যেখানেই থাকি, আমি আসবো
যেখানেই থাকি আমি আসব
তুমি একবার যদি ডাকো
যেখানেই থাকি আমি আসবো
দীপ হয়ে জ্বলে মন আমার
যেন কোন আগুনের শিখা…
দীপ হয়ে জ্বলে মন আমার
যেন কোন আগুনের শিখা
ভোরের আলোতে গেলো খুঁজে পাওয়া
সুখতারা…… যে দেখা
ছায়ায় মতোই জলে ভাসবো
তুমি একবার যদি ডাকো
যেখানেই থাকি আমি আসবো
স্বপ্নের ঘূর্নিতে উড়ে যাই কত
ফেলে আসা হারানো সময়….
স্বপ্নের ঘূর্নিতে উড়ে যাই কত
ফেলে আসা হারানো সময়
ভুলের ধূলোর মাঝে সে দিনের কত
মানে খুঁজে পাওয়া যায়……
আমিতো তোমায় ভালোবাসবো
তুমি একবার যদি ডাকো
যেখানেই থাকি আমি আসবো
সুখের স্বর্গ আমি ছেড়ে
তোমার ছায়ায় এসে বসবো
যেখানেই থাকি আমি আসবো
যেখানেই থাকি আমি আসবো
তুমি একবার যদি ডাকো
যেখানেই থাকি আমি আসবো
Comments are off this post