LYRIC

Tui Ki Amar Putul Putul Lyrics | তুই কি আমার পুতুল পুতুল

Tui Ki Amar Putul Putul lyrics in Bengali . The song তুই কি আমার পুতুল পুতুল is sung by Manna Dey. Lyrics penned by Pulak Banerjee and music composed by Prabhas Dey.Music Label: Saregama India Ltd.

Song: Tui Ki Amar Putul Putul
তুই কি আমার পুতুল পুতুল
Artist: Manna Dey
Music Director: Prabhas Dey
Lyricist: Pulak Banerjee
Label:: Saregama India Ltd

[ez-toc]


See the music video on the YouTube channel for your reference 


For Karaoke don’t hesitate to get in touch with Us And Mention Song Name

Tui Ki Amar Putul Putul  lyrics in Bengali

তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে
যাকে নিয়ে স্বপ্ন আমার ঝড়ত দুচোখ বেয়ে

তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে
যাকে নিয়ে স্বপ্ন আমার ঝড়ত দুচোখ বেয়ে
নতুন নতুন করে তোকে যতই সাজাতাম
ভরত না মন দিতাম কত নতুন নতুন নাম
নতুন নতুন করে তোকে যতই সাজাতাম
ভরত না মন দিতাম কত নতুন নতুন নাম
আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে
আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে
তবু কেন জল আসেরে আমার দুচোখ বেয়ে
তবু কেন জল আসেরে আমার দুচোখ বেয়ে….

কাজের থেকে ফিরতে আমার হয়ত দেরী হলে
না ঘুমিয়ে থাকতিস তুই জেগে মায়ের কোলে…..

কাজের থেকে ফিরতে আমার হয়ত দেরী হলে
না ঘুমিয়ে থাকতিস তুই জেগে মায়ের কোলে
কি খুশি যে হতিস রে তুই……
কি খুশি যে হতিস রে তুই আমার আসা দেখে
হাত দুটোকে এগিয়ে দিতিস মায়েরই কোল থেকে
সেই দুহাত গিয়েছে আজ মেহেদি রং ছেয়ে
সেই দু’হাত গিয়েছে আজ মেহেদি রং ছেয়ে
তবু কেন জল আসেরে আমার দুচোখ বেয়ে
তবু কেন জল আসেরে আমার দুচোখ বেয়ে

দুষ্টুমি তোর স্কুলে যেতে স্কুলের থেকে ফিরে
মাতিয়ে দিতিস সারাবাড়ী ছন্দ সুরের নীড়ে

দুষ্টুমি তোর স্কুলে যেতে স্কুলের থেকে ফিরে
মাতিয়ে দিতিস সারাবাড়ী ছন্দ সুরের নীড়ে
আবার যখন সন্ধ্যা হতো যেতিস ঠাকুর ঘরে
সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিতিস  ব্রত  কথা পড়ে
আজ মঙ্গল দ্বীপ জ্বলেছে তোর মঙ্গল চেয়ে
আজ মঙ্গল দ্বীপ জ্বলেছে তোর মঙ্গল চেয়ে
তবু কেন জল আসেরে আমার দুচোখ বেয়ে
তবু কেন জল আসেরে আমার দুচোখ বেয়ে

আর কোনদিন কাজের থেকে ফিরতে দেরী হলে
আর কখনো পারবি নারে জাগতে মায়ের কোলে

আর কোনদিন কাজের থেকে ফিরতে দেরী হলে
আর কখনো পারবি নারে জাগতে মায়ের কোলে
সকাল সাজের দুষ্টুমি তোর আর যাবেনা দেখা
যা যা ছিল সবই রবে …….
শুধু রইব আমি একা
লজ্জা এলো লালচেলী আর সিথিঁর সিধুর বেয়ে
লজ্জা এলো লালচেলী আর সিথিঁর সিধুর বেয়ে
কে বলবে তুই আমাদের সেই ছোট্ট মেয়ে…..
কে বলবে তুই আমাদের পুতুল পুতুল মেয়ে
কে বলবে তুই আমাদের সেই ছোট্ট মেয়ে
কে বলবে তুই আমাদের পুতুল পুতুল মেয়ে

*** Tui Ki Amar Putul Putul with lyrics sung by Manna Dey from the album Ki Emon Katha Manna Dey. ***



Tui Ki Amar Putul Putul  lyrics in English

Tui Ki Amar Putul Putul Sei Chotto Meye
Jake Niye Swapno Amar Jhorto Du Chokh Beye

Tui Ki Amar Putul Putul Sei Chotto Meye
Jake Niye Swapno Amar Jhorto Du Chokh Beye
Notun Notun Kore Toke Jatoi Sajatam
Bhortona Mon Ditam Kato Notun Notun Nam
Notun Notun Kore Toke Jatoi Sajatam
Bhortona Mon Ditam Kato Notun Notun Nam
Ajke Dekhi Notun Toke Lagchhe Sabar Cheye
Ajke Dekhi Notun Toke Lagchhe Sabar Cheye
Tobu Keno Jol Ase Re Amar Du Chokh Beye
Tobu Keno Jol Ase Re Amar Du Chokh Beye

Kajer Theke Phirte Amar Haito Deri Hole
Na Ghumiye Thaktis Tui Jege Mayer Kole

Kajer Theke Phirte Amar Haito Deri Hole
Na Ghumiye Thaktis Tui Jege Mayer Kole
Ki Khusi Je Hotis Re Tui Amar Asa Dekhe
Hat Dutoke Egiye Ditis Mayeri Kol Theke
Sei Duhate Giyechhe Aaj Mehedi Rang Chheye
Tobu Keno Jol Ase Re Amar Du Chokh Beye

Dustumi Tor School E Jete School Er Theke Phire
Matiye Ditis Sara Bari Chhando Surer Meere

Dustumi Tor School E Jete School Er Theke Phire
Matiye Ditis Sara Bari Chhando Surer Meere
Abar Jakhan Sandhya Hoto Jetis Thakur Ghare
Sandhya Pradip Jele Ditis Brotokatha Pore
Aaj Mongoldwip Jolechhe Tor Mongol Cheye
Tobu Keno Jol Ase Re Amar Du Chokh Beye

Aar Konodin Kajer Theke Phirte Deri Hole
Aar Kakhono Parnbinare Jagte Mayer Kole

Aar Konodin Kajer Theke Phirte Deri Hole
Aar Kakhono Parnbinare Jagte Mayer Kole
Sakal Sajhe Dustumi Tor Aar Jabena Dekha
Ja Ja Chhilo Sobee Robe Sudhu Roibo Ami Eka
Lajjya Elo Lal Cheli Aar Sithir Sidur Beye
Ke Bolbe Tui Amader Sei Chotto Meye
Ke Bolbe Tui Amader Putul Putul Meye


Singer Information

মান্না দে 

Prabodh Chandra Dey, known by his stage name Manna Dey, was an internationally acclaimed and celebrated Indian playback singer, music director, and a musician. As a classical vocalist, he belonged to the Bhendibazaar Gharana and was trained under Ustad Aman Ali Khan.

প্রবোধ চন্দ্র দে ডাক নাম মান্না দে (জন্ম: মে ১, ১৯১৯; মৃত্যু: ২৪ অক্টোবর, ২০১৩ ) ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সংগীত শিল্পী এবং সুরকারদের একজন। হিন্দিবাংলামারাঠিগুজরাটিসহ প্রায় ২৪টি ভাষায় তিনি ষাট বছরেরও অধিক সময় সংগীত চর্চা করেছিলেন। আলিপুরদুয়ারে তাঁর গুণগ্রাহী দেবপ্রসাদ দাস নিজের বাড়িতে মান্না দে সংগ্রহশালা তৈরি করেছেন।[৩] বৈচিত্র্যের বিচারে তাঁকেই ভারতীয় গানের ভুবনে সবর্কালের অন্যতম সেরা গায়ক হিসেবে স্বীকার করে থাকেন অনেক বিশেষজ্ঞ সংগীত বোদ্ধা।[৪] কলকাতায় ২০১৯ খ্রিস্টাব্দে এই কিংবদন্তি সংগীত শিল্পী তথা সুরকারের জন্ম শতবর্ষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। কলকাতাতেই প্রায় একশো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।[৫] উত্তর কলকাতায় তাঁর বাসস্থানের কাছে মর্মর মূর্তি স্থাপন করা হয়।


Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]


 

As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE

Comments are off this post