LYRIC

Tomay Hrid Majhare Rakhibo Lyrics | ওরে ছেড়ে দিলে সোনার গৌর

Tomay Hrid Majhare Rakhibo Lyrics | ওরে ছেড়ে দিলে সোনার গৌর একটি অত্যন্ত জনপ্রিয় বাংলা ঐতিহ্যবাহী লোকগান। গানের কথা লিখেছেন দ্বিজ ভূষণ এবং সঙ্গীত করেছেন বৈষ্ণব কীর্তন। অনেক বাঙালি গায়ক প্রাণ দিয়ে গানটি গেয়েছেন। গানটি গেয়েছেন লোপামুদ্রা মিত্র, বোলেপুর ব্লুজ, লক্ষ্মণ দাস, গৌতম দাস বাউল, আকৃতি কাকরও। Tomay Hrid Majhare Rakhbo Chere Debo Na song lyrics

Tomay Hrid Majhare Rakhibo
তোমায় হৃদ মাঝারে রাখিবো
কথা – দ্বিজ ভূষণ
সুর – বৈষ্ণব কীর্তন
শিল্পী – লোপামুদ্রা মি



Tomay Hrid Majhare Rakhibo Lyrics in Bengali : 

ওরে ছেড়ে দিলে সোনার গৌর…….
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর…….
আমরা আর পাবো না………….
আর পাবো না

তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না

ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না
না না না আর পাবো না

তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না

ভূবনো মোহনো গোরা…….
কোন মণিজনার মনোহরা
ভূবনো মোহনো গোরা…
কোন  মণিজনার মনোহরা
মণিজনার মনোহরা…
ওরে রাধার প্রেমে মাতোয়ারা
চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা
ধুলায় যায় ভাই গড়া গড়ি
যেতে চাইলে যেতে দেব না
না না না , যেতে চাইলে যেতে দেব না
না না, যেতে দেব না

তোমায় হৃদয় মাঝে…….
তোমায় হৃদয় মাঝে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না

যাবো ব্রজের কুলে কুলে……..
যাবো ব্রজের কুলে কুলে

আমরা মাখবো পায়ে রাঙ্গা ধূলি
মাখবো পায়ে রাঙ্গা ধূলি
ওরে পাগল মন………………..

যাবো ব্রজের কুলে কুলে

মাখবো পায়ে রাঙ্গা ধূলি
ওরে নয়নে তে নয়ন দিয়ে রাখবো তারে
ওরে নয়নে তে নয়ন দিয়ে রাখবো তারে

চলে গেলে,চলে গেলে ,যেতে দেব না
না না  , যেতে দেব না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না

যে ডাকে চাঁদ গৌর বলে ……..

কোন ভয় কি গো তার ব্রজের কুলে….
যে ডাকে চাঁদ গৌর বলে

ভয় কি গো তার ব্রজের কুলে
ভয় কি তার, ব্রজের কুলে
ওরে দ্বিজ ভূষন চাঁদ বলে
ওরে দ্বিজ ভূষন…. চাঁদ বলে
চরণ ছেড়ে দেবো না
না না ছেড়ে দেবো না

তোমায় বক্ষ মাঝে…..
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না
ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না

ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না
না না আর পাবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো…….


Tomay Hrid Majhare Rakhibo Lyrics in English

Tomay Hrid Majhare Rakhbo Chere Debo Na
Tomay Hrid Majhare Rakhibo Chere Debo Na
Ore Chere Dile Sonar Gour Ar Pabo Na
Khepa Chere Dile Sonar Gour Ar Pabo Na

Bhubono Mohono Gora
Kon Moni Jonar Mono Hora
Ore Radhar Preme Matowara
Chand Gour Amar
Radhar Preme Matowara
Dhulay Jay Bhai Gora-Gori
Jete Chaile Jete Debo Na

Jabo Brojer Kule Kule
Amra Makhbo Paaye Ranga Dhuli
Ore Noyonete Noyon Diye Rakhbo Tare
Chole Gele Jete Debo Na Na Na


Coke studio Bangla Tomay Hrid Majhare Rakhbo Chere Debo Na song lyrics

Tomay Hrid Majhare Rakhbo Chere Debo Na song lyrics is taken from “The Bongs Again” bengali movie.  The song is written by Dwij Bhushan. This amazing bangla Music composed by Vaishnav Kirtanthis Song Is Sung By Many Various Artist: Lopamudra Mitra, Bolepur Bluez, Laxman Das, Gautam Das baul, Akriti Kakar, Sahaj Ma, Aditi munshi, Kalika Prasad Bhattacharya from Dohar Band And Many Others in their own way. This Baul Song Is Sung By Anusheh Anadil From Coke studio Bangla.

Artist Information

লোপামুদ্রা মিত্র হলেন একজন ভারতীয় সঙ্গীত শিল্পী। তিনি মূলত একজন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত এবং আধুনিক বাংলা গানের শিল্পী ও গীতিকার। তিনি ২০০১ সালে কলকাতার সুরকার ও পরিচালক জয় সরকারকে বিয়ে করেন। তাঁর বিশিষ্ট কিছু অ্যালবাম হলো হরি হে দীনবন্ধু, মন ফকিরা। তাঁরা গাওয়া বিখ্যাত কয়েকটি গান হলো আমার মতে তোর মতন কেউ নেইবাংলা আমার সর্ষে ইলিশ


Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]


 

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!