LYRIC

Tomar Kaache Jaboi Lyrics | তোমার কাছে যাবো আমি যাবই

Tomar Kaache Jaboi Lyrics in Bengali , sung by Alka Yagnik. The song is written by Shyamal Sengupta and Gauriprasanna Mazumder .Music created by Babul Bose

Song : Tomar Kaache Jaboi
তোমার কাছে যাবো আমি যাবই

Singer: Alka Yagnik
Music Composer: Babul Bose
Lyrics: Shyamal Sengupta,Gauriprasanna Mazumder
Label: Ishtar Music Pvt. Ltd


Music Viseo Of Tomar Kaache Jaboi Lyrics 


Tomar Kaache Jaboi Lyrics in Bengali –

তোমার কাছে যাবো আমি যাবই…….
আকাশ ভেঙে বৃষ্টি এলেও যাব
কুয়াশারই বাধা ফেলেও যাব
তোমায় খুজে পাব আমি পাবই……

আসুক না রাত আধাঁর আবার
দিকনা দু’চোখ ঢেকে
আসুক না রাত আধার আবার
দিকনা দু’চোখ ঢেকে
চলব তবু রাত জোনাকির
আলোতে পথ দেখে……..
দিক হারিয়ে গেলেও তবু যাবই
তোমার…. কাছে যাবো….. আমি যাবই…

রক্ত যদি  ঝরে ও পায়ে
কাঁটা….. যদি বেঁধে
রক্ত যদি  ঝরে ও পায়ে
কাঁটা….. যদি বেঁধে……
হারাবো না মনেরি জোর
দুঃখে সুখে কেঁদে…………
চোখেরই জল  ফেলেও তবু  যাবই…..
তোমার কাছে যাবো আমি যাবই

চলতে গিয়ে বাজো যদি
মাথায় আমার পড়ে….
চলতে গিয়ে বাজো যদি
মাথায় আমার পড়ে….
ভেঙে যদি টুকরো হয়ে
যায় গো আমি ঝরে…………..
হাজার বাধা  ফেলেও তবু  যাবই……
তোমার কাছে যাবো আমি যাবই…
আকাশ ভেঙে বৃষ্টি এলেও যাবই
কুয়াশারই বাধা ফেলেও যাবই
তোমায় খুজে পাব আমি পাবই
তোমার কাছে যাবো আমি যাব

 

Added by

admin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!