LYRIC
Tomar Deher Bhangimati Lyrics | তোমার দেহের ভঙ্গিমাটি
Song: Tomar Deher Bhangimati
তোমার দেহের ভঙ্গিমাটি
Film Title: Har Mana Har
Artist: Manna Dey
Music Director: Sudhin Dasgupta
Lyricist: Sudhin Dasgupta
Tomar Deher Bhangimati Lyrics in Bengali :
তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা সাপ
পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনেরই ছাপ
তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা সাপ
আমি বেদের মত সম্মোহিত
আশায় হৃদয় আলোকিত
আমি বেদের মত সম্মোহিত
আশায় হৃদয় আলোকিত
তোমায় ধরার ইচ্ছেটুকু ফুটছে ধাপে ধাপ
পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনেরই ছাপ
তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা সাপ
তোমার সন্ধানী চোখ ভরা যে সন্দেহে
জানোনা কি আগুন তোমার সর্বনাশী দেহে
তোমার সন্ধানী চোখ ভরা যে সন্দেহে
জানোনা কি আগুন তোমার সর্বনাশী দেহে
কাছে গেলেই তুমি…… হও উদ্যত
বোঝোনা প্রেম… বিষ বোঝো যত
কাছে গেলেই তুমি…… হও উদ্যত
বোঝোনা প্রেম… বিষ বোঝো যত
তোমার হৃদয় ভরা শুধু শীতের নিরুত্তাপ
পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনেরই ছাপ
তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা সাপ
পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনেরই ছাপ
তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা সাপ
Comments are off this post