LYRIC
Tomaake Laagchhe Bhaari Chena Lyrics | তোমাকে লাগছে ভারী চেনা
Song – Tomaake Laagchhe Bhaari Chena
তোমাকে লাগছে ভারী চেনা
Movie :- AMAR TUMI
Singer :- BAPPI LAHIRI, ALKA YAGNIK
Lyrics :- PULAK BANERJEE
Music : BAPPI LAHIRI
Tomaake Laagchhe Bhaari Chena Lyrics in Bengali :
তোমাকে লাগছে ভারী চেনা
কোথায় যেন তোমায় দেখেছি
তোমাকে লাগছে ভারী চেনা
কোথায় যেন তোমায় দেখেছি
তোমার ওই……. মিষ্টি মুখের হাসি
আমি যেন কোথায় এঁকেছি…….
তোমাকে লাগছে ভারী জানা
কোথায় যেন কাছে থেকেছি
তোমাকে লাগছে ভারী জানা
কোথায় যেন কাছে থেকেছি
তোমার ওই….. মিষ্টি মুখের ছবি
স্বপ্নে আমি তুলে রেখেছি……
তোমাকে লাগছে ভারী চেনা
কোথায় যেন তোমায় দেখেছি
না না কোথায় যেন কাছে থেকেছি
নীলাকাশে ছড়িয়ে পড়ে
ওই যে রোদের সোনা
ওর সাথে যে তোমার আমার
অনেক জানাশোনা
রামধনুকের….. সাতটি সে রঙ
আমরা দুজন মেখেছি…….
তোমাকে লাগছে ভারী জানা
কোথায় যেন কাছে থেকেছি
কোথায় যেন তোমায় দেখেছি
মনে যে হয় ফুলের চেয়ে
তুমি বেশি সুন্দর
আমায় তুমি নাও কাছে নাও
আর তো ভেবো না পর…..
বোঝো না কি……. তোমায় আমি….
অনেক নামেই ডেকেছি…..
তোমাকে লাগছে ভারী চেনা
কোথায় যেন তোমায় দেখেছি
না না কোথায় যেন কাছে থেকেছি
তাই কি এমন শুভদিনের
মধুর অনুরাগে….
তোমার কাছে(আ…..)
থাকতে আমার(উম…..)
এত ভালো লাগে
আগের মতই কিসের নেশায়….
আমরা দুচোখ ঢেকেছি……
তোমাকে লাগছে ভারী জানা
কোথায় যেন কাছে থেকেছি
তোমার ওই….. মিষ্টি মুখের হাসি
আমি যেন কোথায় এঁকেছি…..
তোমাকে লাগছে ভারী জানা
কোথায় যেন কাছে থেকেছি
ও… কোথায় যেন তোমায় দেখেছি
না না কোথায় যেন কাছে থেকেছি….
Comments are off this post