LYRIC
Song: Tapur Tupur Sara Dupur
টাপুর টুপুর সারা দুপুর
Artist: Arati Mukherjee
Music Director: Sudhin Dasgupta
Lyricist: Sunil Baran
Tapur Tupur Sara Dupur Lyrics in Bengali :-
টাপুর টুপুর সারা দুপুর নূপুর বাজায় কে…..
যেন এক কাজলা মেয়ে
কাজল কাজল মেঘের আঁচল শুধু ওড়ায় কে……
যেন এক কাজল মেয়ে
টাপুর টুপুর সারা দুপুর নূপুর বাজায় কে…
যেন এক কাজলা মেয়ে
কাজল কাজল মেঘের আঁচল শুধুই ওড়ায় কে
যেন এক কাজল মেয়ে……
যেন তার বাদলা মনের শাপলা ফুলের একটি কলি
ওঠে আজ অকারণে ক্ষণে ক্ষণে চঞ্চলী
যেন তার বাদলা মনের শাপলা ফুলের একটি কলি
ওঠে আজ অকারণে ক্ষণে ক্ষণে চঞ্চলী
চরণে রিনিক ঝিনিক ঝর্না ঝরায় কে….
যেন এক কাজলা মেয়ে
কত না অভিমানে মানের পালা সাঙ্গ করে যায়
নতুন নতুন ছন্দ কোথা শুধুই ভেবে পায়…
কত না অভিমানে মানের পালা সাঙ্গ করে যায়
নতুন নতুন ছন্দ কোথা শুধুই ভেবে পায়
যেন তার মেঘলা দিনের একলা মনের কতই খেলা
ভেবে তাই নিরিবিলি আলো ছায়ায় যায় রে বেলা
যেন তার মেঘলা দিনের একলা মনের কতই খেলা
ভেবে তাই নিরিবিলি আলো ছায়ায় যায় রে বেলা,
মনেতে ক্ষণিক আলোয় আঁধার ভরায় কে….
যেন এক কাজলা মেয়ে
টাপুর টুপুর সারা দুপুর নূপুর বাজায় কে……
যেন এক কাজলা মেয়ে
কাজল কাজল মেঘের আঁচল শুধু ওড়ায় কে………
যেন এক কাজলা মেয়ে
Comments are off this post