LYRIC
Shono Shono Baba Jivan Lyrics | শোনো শোনো ওহে বাবা জীবন
Song: Shono Shono Baba Jivan
শোনো শোনো ওহে বাবা জীবন
Album: Gurudakhina
Singer: Bappi Lahiri
Music: Bappi Lahiri
Lyrics: Bhabesh Kundu
Shono Shono Baba Jivan Lyrics in Bengali :
শোনো শোনো….. ওহে বাবা জীবন
কেউ না জানুক আমি জানি …….
তুমি নও তো…… গুণীজন
শোনো শোনো…… ওহে বাবা জীবন……
শোনো শোনো …..ওহে বাবা জীবন..
কেউ না জানুক আমি জানি …….
তুমি নও তো…… গুণীজন
শোনো শোনো….. ওহে বাবা জীবন……
আমার বাবা, খুঁজে খুঁজে তোমায় পেয়েছে
মুক্তো মালা তোমায় দেবার স্বপ্ন দেখেছে
হু…..আমার বাবা খুঁজে খুঁজে তোমায় পেয়েছে
মুক্তো মালা তোমায় দেবার স্বপ্ন দেখেছে
দুধ দিয়েছে……., কলা দিয়েছে……..
ছোবল ? ছোবল ,ছোবল…ছোবল দেবে…. কখন…..
শোনো শোনো….. বাবা জীবন
কেউ না জানুক আমি জানি ……
তুমি নও তো…… গুণীজন………
শোনো শোনো ওহে বাবা জীবন…….
আরে আরে আরে ,কথায় যাচ্ছ?
গানটা গাওয়ার এলেমটা নেই
শুধু যে ঠোট নেড়েছো…
লোকগুলোকে বানিয়ে বোকা …..
হাততালিটা পেয়েছো
কি বাবা…, তাই না?
পালাও কেন দাড়াও বাছা
এবার তোমার খুলবো কাছা
ও বাবা এ যে প্যান্ট পরে আছে
তুমি যে এক হাঁড়িচাচা , সাঙ্গ হবে হাসা নাচা
মুশকিল হবে…… এবার বাঁচা……
বুঝলে, বুঝলে, বুঝলে …….বাছাধন..
শোনো শোনো….. ওহে বাবা জীবন……
কেউ না জানুক আমি জানি …….
তুমি নও তো।… গুণীজন।…
শোনো শোনো।…… ওহে বাবা জীবন……
No comments yet