LYRIC

Shono Shono Aaj Keno Lyrics | শোনো শোনো আজ কেন

Song : Shono Shono Ajo Keno
গান : শোনো শোনো আজ কেন
Movie : Chhoto Bou
Artist : Mohammed Aziz, Asha Bhosle Music
Director : Sapan Chakraborty
Lyricist : Sapan Chakraborty



Shono Shono Aaj Keno Lyrics in Bengali :

আ…….আ……..আ……আ…….

শোনো শোনো আজ কেন
মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়

শোনো শোনো আজ কেন
মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়
সাথী….. ওগো সাথী এই গান তোমাকে
শুধু তোমাকে জড়াতে চায়
শোনো শোনো আজ কেন
মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়
সাথী ওগো সাথী এই গান তোমাকে
শুধু তোমাকে জড়াতে চায়
শোনো শোনো আজ কেন
মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়

হয়তো তোমার মনে আজ কোন রং লেগেছে
(আ….আ……….)
কুড়ি গুলি ফুল হয়ে আধো ঘুম থেকে জেগেছে
হয়তো তোমার মনে আজ কোন রং লেগেছে
(আ….আ……….)
কুড়ি গুলি ফুল হয়ে আধো ঘুম থেকে জেগেছে
কুহু কুহু কোয়েলিয়া পিয়া পিয়া ডাকে পিয়া
শুনে শুনে মন ভরে যায়
সাথী ওগো সাথী এই গান তোমাকে
শুধু তোমাকে জড়াতে চায়
শোনো শোনো আজ কেন
মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়

সুখের লগন কেন হঠাৎ করে চলে যায়
এক নিমিষেই যেন মধুনিশি শেষ হয়ে যায়
সুখের লগন কেন হঠাৎ করে চলে যায়
এক নিমিষেই যেন মধুনিশি শেষ হয়ে যায়
ওগো বধূ মধুরাতে তুমি যদি থাকো সাথে
পলকেতে রাত কেটে যায়
সাথী ওগো সাথী এই গান তোমাকে
শুধু তোমাকে জড়াতে চায়….
শোনো শোনো আজ কেন
মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়
সাথী ওগো সাথী এই গান তোমাকে
শুধু তোমাকে জড়াতে চায়
শোনো শোনো আজ কেন
মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়

Added by

admin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!