LYRIC

She Ek Rajar Ghore Raat Dupure Lyrics | সে এক রাজার ঘরে

Song: She Ek Rajar Ghore Raat Dupure
Album Title: Pratidan
Artist: Kishore Kumar/Chorus
Music Director: Bappi Lahiri
Lyricist: Gauriprasanna Mazumder



She Ek Rajar Ghore Raat Dupure Lyrics in Bengali :

হা হা হা হা…
শোন , শোন একটা গল্প বলি শোন
এক যে ছিল ডাকাত, নাম ছিল তার
হিড়িম্ব গুড়ুম্ব সিংহের মামা ভভম্বল দাদাদাদাস
তার ইয়া বড়কা বড়কা বাবরি চুল…
লম্বা লম্বা বাঁদরের ল্যাজের মত গোঁফ…
রক্ত জবার মত চোখ… বাঘের মতন নোঁখ…
সে এল এক, এক রাজার ঘরে লুঠ করতে…
তারপর কি হল… ?

হোরে রেরে রেরে…….
সে এক রাজার ঘরে
রাত দুপুরে ডাকাত এলো তেড়ে

হোরে রেরে রেরে……
সে এক রাজার ঘরে
রাত দুপুরে ডাকাত এলো তেড়ে….

কাঁপছে মন্ত্রী, কাঁপছে সেপাই
কাঁপছে যে দাস দাসী
থপথপথপ কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি
কাঁপছে মন্ত্রী, কাঁপছে সেপাই
কাঁপছে যে দাস দাসী
থপথপথপ কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি
কি আছে সব বের করে দে
বলল সে হাত নেড়ে
উরি বাবা…….
হেরে রেরে রেরে
সে এক রাজার ঘরে
রাত দুপুরে ডাকাত এলো তেড়ে
সে এক রাজার ঘরে
রাত দুপুরে ডাকাত এলো তেড়ে

মস্ত তালুক আলুক শালুক
বন শালুকের পাতা
এক কোপেতেই ধড়ের থেকে খসলো কত মাথা
বলল ডাকাত ,ওরে বলল ডাকাত
কে আছিস ? কে আছিস ? আয় আমায় বাধা দে রে….
ওরে বাবা রে ………..
হোরে রেরে রেরে……
সে এক রাজার ঘরে
রাত দুপুরে ডাকাত এলো তেড়ে
সে এক রাজার ঘরে
রাত দুপুরে ডাকাত এলো তেড়ে

এঘর ওঘর এঘর ওঘর
ওঘর এঘর
এঘর ওঘর লুঠ করে সে এল রানীর কাছে
কোলে তে তার রাজার কুমার
ঘুমিয়ে তখন আছে ….

শিশুটিকে ছিনিয়ে ডাকাত
নিল যে ছোঁ মেরে…..

খিলখিলিয়ে ….. ছোট্ট শিশু
উথলো হঠাৎ হেসে…..
সবার সেরা  ধন পেয়েছি
লুট করতে এসে …..
এই না বলে…. সেই হাসিটাই
নিল ডাকাত কেড়ে…..
বলল শেষে ডাকাতি আজ
দিলাম আমি ছেড়ে….

(ডাকাত তা কি ভালো…)

হোরে রেরে রেরে…..

লালা লাল লা লা লা লা লা লা
লা লা লা লা লা ..
লালা লাল লা লা লা লা লা লা
লা লা লা লা লা ..
লালা লাল লা লা লা লা লা লা
লা লা লা লা লা ..

 

 

 

As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE

Comments are off this post