LYRIC

Se Keno Amay Bujhlo Na Lyrics | সে কেন আমায় বুঝলো না

“Se Keno Amay Bujhlo Na Lyrics | সে কেন আমায় বুঝলো না” is from the movie Aamar Tumi, sung by the legendary singer Pankaj Udhas. The music was composed by Bappi Lahiri and the lyrics were written by Pulak Banerjee. It was directed by the renowned filmmaker Bimal Ray. This classic song is sure to keep you humming along. Enjoy!

Song : Se Keno Amay Bujhlo Na
সে কেন আমায় বুঝলো না

Movie name : Aamar Tumi
Singer : Pankaj Udhas
Music : Bappi Lahiri
Lyrics : Pulak Banerjee
Directed by : Bimal Ray

[ez-toc]


See the music video on the YouTube channel for your reference 

se keno amay bujhlo na


For Karaoke don’t hesitate to get in touch with Us And Mention Song Name

Se Keno Amay Bujhlo Na lyrics in Bengali

সে কেন আমায় বুঝলো না….
আমি তাকে ভালোবাসি এখনও
সে কেন আমায় বুঝলো না
আমি তাকে ভালোবাসি এখনও
তার ব্যথা ভাবি মোর ব্যথা
তার সুখে আমি হাসি এখনও

সে কেন আমায় বুঝলো না….
আমি তাকে ভালোবাসি এখনও…

এতো কাছে ছিলো যে গো…
যে আমার এতটা আপন
সে আমায় জানলো না…
দেখলো না আমার এ মন
চলে গেল শুধু রেখে গেল
স্বপ্ন যে রাশি রাশি এখনও…
তার ব্যথা ভাবি মোর ব্যথা
তার সুখে আমি হাসি এখনও

সে কেন আমায় বুঝলো না
আমি তাকে ভালোবাসি এখনও…..

ভেঙ্গে গেল, যত আশা
ছিঁড়ে গেল সে বীণার তার
স্মৃতি ছাড়া যে কোনো সুর
এ জীবনে বাজবে না আর
তবু আছি এই মনে মনে
দু’জনই যে পাশাপাশী এখনও
তার ব্যথা ভাবি মোর ব্যথা
তার সুখে আমি হাসি এখনও

সে কেন আমায় বুঝলো না…
আমি তাকে ভালোবাসি এখনও
তার ব্যথা ভাবি মোর ব্যথা
তার সুখে আমি হাসি এখনও

সে কেন আমায় বুঝলো না..
আমি তাকে ভালোবাসি এখনও

The End


Se Keno Amay Bujhlo Na lyrics in English

Se Keno Amay Bughalo Na…
Aami Take Bhalobasi Ekhano
Se Keno Amay Bughalo Na…
Aami Take Bhalobasi Ekhano
Taar Byatha Bhavi Mor Byatha
Tar Sukhe Ami Hasi Ekhono

Se Keno Amay Bughalo Na…
Aami Take Bhalobasi Ekhano

Eto Kache Chilo Je Go
Je Amar Etota Apon
Se Amay Janlo Na..
Dekhlo Na Amar E Mon
Chole Gelo Sudhu Rekhe Gelo
Shopno Je Rashi Rashi Ekhono
Taar Byatha Bhavi Mor Byatha
Tar Sukhe Ami Hasi Ekhono

Se Keno Amay Bughalo Na…
Aami Take Bhalobasi Ekhano

Veng Gelo Joto Asha
Chire Gelo Se Binaar Taar
Smriti Chara Je Kono Sur
E Jibone Bajbe Na Ar
Tabu Achi Ei Mane Mane
Dujonei Je Pasha Pasha Akhono
Taar Byatha Bhavi Mor Byatha
Tar Sukhe Ami Hasi Ekhono

Se Keno Amay Bughalo Na…
Aami Take Bhalobasi Ekhano
Taar Byatha Bhavi Mor Byatha
Tar Sukhe Ami Hasi Ekhono

Se Keno Amay Bughalo Na…
Aami Take Bhalobasi Ekhano


How can I download This Song ?

You can download This Song from Youtube, JioSaavn, Apple Music, Amazon Music, Spotify, Wynk, Hungama Music and Other Music App

We offer the lyrics in both Bengali and English, so please let us know which language you would prefer..Tell us your opinion about the song in the comment section.

Aamar Tumi | আমার তুমি Movie information

কিংবদন্তি গায়ক পঙ্কজ উধাসের গাওয়া আমার তুমি মুভির গান  “সে কেনো আ্মায়  বুঝলো না”। গানটির সুর করেছেন বাপ্পি লাহিড়ী এবং কথা লিখেছেন পুলক ব্যানার্জি। এটি পরিচালনা করেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা বিমল রায়। এই গানটি অবশ্যই আপনাকে গাইতে হবে। উপভোগ করুন!

আমার তুমি ১৯৮৯ সালের একটি ভারতীয় বাংলা সিনেমা।এর পরিচালক বিমল রায় । এর প্রযোজনা করেছিলেন দীপ্তি পাল । এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ফারাহ নাজ । সংগীত পরিচালনা করেছেন বাপ্পী লাহিড়ী ।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ,ফারাহ নাজ  ,শুভেন্দু চট্টোপাধ্যায়,রবি ঘোষ,শকুন্তলা বড়ুয়া,বিপ্লব চ্যাটার্জি ,নয়না দাস,মাস্টার শিবম,সংঘামিত্রা বন্দ্যোপাধ্যায়

আমার তুমি সিনেমার অন্যান্ন গান গুলি 

বলছি তোমার কানে কানে আমার তুমি-
ভালবাসি ভালবাসি- অমিত কুমার ও কবিতা কৃষ্ণমূর্তি
তোমাকে লাগছে ভারি চেনা- বাপ্পি লাহিড়ী ও অলকা ইয়াগনিক
আমি চাই চাই চাই- স্বপ্না মুখোপাধ্যায়
সে কেনো আমায়-পঙ্কজ উধাস
বলছি তোমার কানে কানে -বাপ্পি লাহিড়ী ও রিমা লাহিড়ী(দ্বৈত)

 


Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!