LYRIC
Se Amar Choto Bon Lyrics | সে আমার ছোট বোন
Se Amar Choto Bon Lyrics in Bengali sung by Manna Dey. This evergreen song is written by Pulak Banerjee and music composed by Suparnakanti Ghosh .Music Label Saregama.
Song : Se Amar Chhoto Bon
(Maar Sneho Kake Bale Janina)
সে আমার ছোট বোন
Singer : Manna Dey
Music Director : Suparnakanti Ghosh
Lyricst : Pulak Banerjee
Label:: Saregama India Ltd
Music Video Of Se Amar Choto Bon Lyrics
Se Amar Choto Bon Lyrics in Bengali –
মার স্নেহ কাকে বলে জানি না…..
বাবার মমতা কি বুঝতে না বুঝতেই
এ বিরাট পৃথিবীতে দেখলাম
সে ছাড়া আমার আর কেউ নেই
সে আমার ছোট বোন……
বড় আদরের ছোট বোন…
সে আমার ছোট বোন……
বড় আদরের ছোট বোন….
ভালো করে যখন সে কথা শেখেনি
তখন থেকেই সে গেয়ে যেত গান
বাজনার হাত ছিলো ভালোই আমার
তার সাথে বাজাতাম দিয়ে মন প্রাণ
রাস্তায় ভিড় করে শুনতো সবাই
অবাক হতো যে কতো জ্ঞানী গুণীজন
সে আমার ছোট বোন….
বড় আদরের ছোট বোন…
সে আমার ছোট বোন…..
বড় আদরের ছোট বোন……
ভোরবেলা তার গানে ঘুম ভাঙতো
রাতে তাকে বাজনায় ঘুম পাড়াতাম
ভাইয়ের বাজনা আর বোনের গানে….
সহজ সরল সেই দিন কাটাতাম
ছোট্ট একটি ঘর এদুটি মানুষ
এই ছিলো আমাদের সুখের ভুবন….
সে আমার ছোট বোন
বড় আদরের ছোট বোন……
সে আমার ছোট বোন…..
বড় আদরের ছোট বোন……
একদিন যখন সে একটু বড়
প্রথম সুযোগ এলো এক জলসায়
মুগ্ধ শ্রোতারা তার কণ্ঠ শুনে
দু হাত ভরালো তার ফুলের তোড়ায়
ঘরে এসে আমায় সে করলো প্রণাম
প্রথম ভরলো জলে আমার নয়ন
সে আমার ছোট বোন……
বড় আদরের ছোট বোন…..
সে আমার ছোট বোন…..
বড় আদরের ছোট বোন….
তারপর কি যে হলো গান শুধু গান…..
তারপর কি যে হলো গান শুধু গান
ছড়িয়ে পড়লো তার আরও বেশি নাম
শ্রোতারা উজাড় করে দিলো উপহার
দিলোনা সময় শুধু নিতে বিশ্রাম
ক্লান্তির ক্ষমা নেই ওদের কাছে
আরও বেশি দিতে হবে বুঝে নিলো মন
সে আমার ছোট বোন……
বড় আদরের ছোট বোন…..
সে আমার ছোট বোন…….
বড় আদরের ছোট বোন….
একদিন শহরের সেরা জলসা
সেদিনই গলায় তার দারুন জ্বালা
তবুও শ্রোতারা তাকে দিলো না ছুটি
শেষ গান গাইলো সে পরে শেষ মালা
শিল্পের জন্যই শিল্পী শুধু
এছাড়া নেই যে তার অন্য জীবন
নীরব হলো ছোট বোন…
বড় আদরের ছোট বোন…..
নীরব হলো ছোট বোন….
বড় আদরের ছোট বোন…….
তার গান থেমে গেছে
নেই শ্রোতা আর……
আমি একা বসে আছি
স্মৃতি নিয়ে তার……
আনন্দ নিয়ে গেছে
ওরা সকলে……..
দুঃখ টা হোক আজ শুধুই আমার
অনুযোগ এতো নয় এই শিল্পীর
ভাইবোন সকলের ই ভাগ্য লিখন……
সে আমার ছোট বোন……..
বড় আদরের ছোট বোন……
সে আমার ছোট বোন…….
বড় আদরের ছোট বোন……….
[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]
Comments are off this post