LYRIC

Sajani Go Premer Katha Lyrics | সজনী গো প্রেমের কথা

 Song: Sajani Go Premer Katha
সজনী গো প্রেমের কথা
Artist: R.D.Burman
Music Director: R.D.Burman
Lyricist: Swapan ChakrabortySajani Go Premer Katha Lyrics in Bengali :

হো……সজনী গো প্রেমের কথা, প্রেমের ব্যথা,
জানে বলো….. কয়জনা
সজনী গো প্রেমের কথা, প্রেমের ব্যথা,
জানে বলো কয়জনা

প্রেমে জীবন দিলো যেইজনা……..
খবর কিছু জানে…. সেইজনা…
হো…..

সজনী গো প্রেমের কথা, প্রেমের ব্যথা,
জানে বলো কয়জনা, সজনী গো প্রেমের কথা…

send whats app without no

হো……বলে কয়ে পিরিত করা যায়….. না গো……..
মন খোঁজে মনের মানুষ পায়না গো……
ভাঙলে জোড়া লাগে তামা পিতল……
মন ভাঙলে জোড়া….. লাগে না ……..

সজনী গো প্রেমের কথা, প্রেমের ব্যথা,
জানে বলো….. কয়জনা, সজনী গো প্রেমের কথা…

হো….. দেহমাঝে আছে গো মন, মনে আশা……
সে আশারই ভিতরেতে প্রেমের বাসা…….
এক জনমে প্রেম কি হবে গো…….
সাত জনমে প্রেম তো ফুরায় না…….
হো…..

সজনী গো প্রেমের কথা, প্রেমের ব্যথা
জানে বলো কয়জনা
জানে বলো কয়জনা
জানে বলো কয়জনা
জানে বলো কয়জনা…

Comments are off this post

    error: Content is protected !!