LYRIC
Sagar Sangame Lyrics | সাগর সঙ্গমে
Song: Sagar Sangame 
Artist: Bhupen Hazarika
 Music Director: Bhupen Hazarika 
Lyricist: Bhupen Hazarika/Pulak Banerj
Sagar Sangame Lyrics in Bengali :
সাগর সঙ্গমে
সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কতো
কখনও তো হই নাই ক্লান্ত
সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কতো
কখনও তো হই নাই ক্লান্ত
তথাপি মনে মোর প্রশান্ত সাগরের ঊর্মিমালা অশান্ত
সাগর সঙ্গমে…..
মোর মনের প্রশান্ত সাগরের বক্ষে
জোয়ারের নাই আজ অন্ত
অজস্র লহরীর নব নব গতিতে
এনে দেয় আশা অফুরন্ত
সাগর সঙ্গমে…..
মোর প্রশান্ত পারের কত মহাজীবনের শান্তি আজই আক্রান্ত
নব নব সৃষ্টিতে দৈত্য দানবে করে নিষ্ঠুর আঘাত অবিশ্রান্ত
তাই তো মনের মোর প্রশান্ত সাগরে ঊর্মিমালা অশান্ত
সাগর সঙ্গমে…..
ধ্বংশের অঘাতে দিয়ে যায় প্রতিঘাত……  সৃষ্টীর সেনানী অনন্ত
সেই সংঘাত আনে মোর প্রশান্ত সাগরে প্রগতির নতুন দিগন্ত
তাই তো মনের মোর প্রশান্ত সাগরে ঊর্মিমালা অশান্ত
সাগর সঙ্গমে…..
সাগর সঙ্গমে…..
মোর গভীর প্রশান্ত সাগরের শক্তি ধ্বংশকে করে দিকভ্রান্ত
অগনন মানুষের শান্তির অভিযান সৃষ্টিকামী জীবন্ত
তাই তো মনের মোর প্রশান্ত সাগরে ঊর্মিমালা অশান্ত
সাগর সঙ্গমে….
সাগর সঙ্গমে।।…..


Comments are off this post