LYRIC

Sabar Arale Lyrics | সবার আড়ালে

Lata Mangeshkar sings Sabar Aarale lyrics in Bengali. Lyrics and music composed bySalil Chowdhury  . Music Label: Saregama India Ltd.সবার আড়ালে গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর। সবার আড়ালে সাঁঝ সকালে গানের লিরিক্স লিখেছেন সলিল চৌধুরী।

Song Credits:

Song: Sabar Aarale
Album: Abaak Rater Tara
Artist: Lata Mangeshkar
Music Director: Salil Chowdhury
Lyricist: Salil Chowdhury
Label:: Saregama India Ltd

[ez-toc]


See the music video on the YouTube channel for your reference 


For Karaoke Please Contact Us And Mention Song Name

Sabar Arale  lyrics in Bengali

সবার আড়ালে…. সাঁঝ সকালে…..
সে যে আসে গোপনে
মনের বনে, ফুল চয়নে…..
কেউ জানেনা….কেউ চেনেনা…. তারে

সবার আড়ালে…. সাঁঝ সকালে…..
সে যে আসে গোপনে
মনের বনে, ফুল চয়নে…..
কেউ জানেনা….কেউ চেনেনা…. তারে

তারে খুঁজো না ……..
সে যে বীণার তারের মূর্ছনা…
বন জোছনায় …….
ঝরে পড়া ফুলের অর্চনা…..

সে যে কোনো কবির
তুলি দিয়ে আঁকা ছবি…
আসে গোপনে…
ফুল চয়নে…. কেউ জানেনা…
কেউ চেনেনা তারে

সবার আড়ালে…. সাঁঝ সকালে…..
সে যে আসে গোপনে
মনের বনে, ফুল চয়নে…..
কেউ জানেনা….কেউ চেনেনা…. তারে

সে যে কোকিলার …..
কুহু কুহু সুরের আলপনা

সুর সাধনায় ….
নতুন নতুন রাগের কল্পনা….

সোনায় সোহাগা
নি ধা মা পা গা মা মা পা গা….
আসে গোপনে, ফুল চয়নে……
কেউ জানেনা…..
কেউ চেনেনা তারে…

সবার আড়ালে…. সাঁঝ সকালে…..
সে যে আসে গোপনে
মনের বনে, ফুল চয়নে…..
কেউ জানেনা….কেউ চেনেনা…. তারে


Sabar Arale  lyrics in English

Sobar Arale Sanjh Sokale
Se Je Ashe Gopone
Monero Bone Phulo Chayane
Keu Janena Keu Chenena Na Taare

Sobar Aarale Sanjh Sokale
Se Je Ashe Gopone
Monero Bone Phulo Choyone
Keu Janena Keu Chenena Na Taare

Taare Khujo Na Se Je
Binaar Taarer Murchona
Bono Jochhonay Jhore
Pora Phuler Archona

Sobar Aarale Sanjh Sokale
Se Je Ashe Gopone
Monero Bone Phulo Choyone
Keu Janena Keu Chenena Na Taare

Se Je Kono Kobir
Tuli Diye Aanka Chobi
Ashe Gopone Phulo Choyone
Keu Jane Na Keu Chenena Taare

Sobar Aarale Sanjh Sokale
Se Je Ashe Gopone
Monero Bone Phulo Choyone
Keu Janena Keu Chenena Na Taare

Se Je Kokilar Kuhu Kuhu
Surer Aalpona

Sur Sadhonay Notun Notun
Raager Kolpona

Sonay Sohaga
Ashe Gopone Phulo Chayone
Keu Janena Keu Chenena Tare

Sabar Arale Saanjh Sokale
Se Je Ashe Gopone
Monero Bone Fulo Chayane
Keu Janena Keu Chenena Na Tare


Artist Information

Lata Mangeshkar was an Indian playback singer and occasional music composer. She is widely considered to have been one of the greatest and most influential singers in India.Her contribution to the Indian music industry in a career spanning eight decades gained her honorific titles such as the “Queen of Melody”, “Nightingale of India”, and “Voice of the Millennium”.

লতা মঙ্গেশকর ছিলেন ভারতের একজন স্বনামধন্য গায়িকা।তিনি এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন এবং তার গাওয়া মোট গানের সংখ্যা দশ হাজারেরও বেশি। এছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। তিনি ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

১৯৮৯ সালে ভারত সরকার তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করে। তার অবদানের জন্য ২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্নে ভূষিত করা হয়; এম. এস. সুব্বুলক্ষ্মীর পর এই পদক পাওয়া তিনিই দ্বিতীয় সঙ্গীতশিল্পী। ২০০৭ সালে ফ্রান্স সরকার তাকে ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মাননা লেজিওঁ দনরের অফিসার খেতাবে ভূষিত করে।[৭]

তিনি ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৫টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, ৪টি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, ২টি বিশেষ ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ১৯৭৪ সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন।

পাঁচ ভাইবোনের মধ্যে লতা সর্বজ্যেষ্ঠ। তার বাকি ভাইবোনেরা হলেন – আশা ভোঁসলেঊষা মঙ্গেশকরমীনা মঙ্গেশকর ও হৃদয়নাথ মঙ্গেশকর


Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!