LYRIC
Rangini Koto Mon Lyrics | রঙ্গিনী কতো মন মন দিতে চায়
Rangini Kato Mon, Mon Dite Chay Lyrics in Bengali sung by Manna Dey. It is composed by Manna Dey. Ragini Kato Mon, Mon Dite Chay Lyrics is Penned by Pulak Bandyopadhyay.
Song Credits:
Song: Rangini Kato Mon, Mon Dite Chay
Artist: Manna Dey
Music Director: Manna Dey
Lyricist: Pulak Banerjee
Label:: Saregama India Ltd
Muic Video Of Rangini Koto Mon Lyrics
Rangini Koto Mon Lyrics in Bengali
রঙ্গিনী কতো মন
মন দিতে চায়
কি করে বোঝাই কিছু চাইনা ,চাইনা চাইনা
সন্দেহে ভরা হোক
তোমার দু চোখ
আর কারো চোখে আমি চাইনা ,চাইনা চাইনা
হাতে থাক বেমানান কাঁকনের ধার
ও হাতেই দেখি তবু ভাগ্য আমার
হাতে থাক বেমানান কাঁকনের ধার
ও হাতেই দেখি তবু ভাগ্য আমার
কাব্যের ভুল থাক তোমার গানের
কাব্যের ভুল থাক তোমার গানের
আর কারো গান, আমি গাই না
কি করে বোঝাই কিছু চাইনা, চাইনা চাইনা
ঝলমল করে ওঠে কত চাঁদমুখ
সূর্যের ধার করা রূপের আলোয়
এক অতিসাধারণ মুখ দেখি আমি
যে রয়েছে ভরপুর মন্দ ভালোয়
হাজার কন্ঠ তোলে প্রশ্নের ঝড়
দ্বিধায় কাঁপেনা তবু প্রাণের এ ঘর
হাজার কন্ঠ তোলে প্রশ্নের ঝড়
দ্বিধায় কাঁপেনা তবু প্রাণের এ ঘর
আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা
আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা
পৃথিবী ডাকুক তবু যাই না……..
কি করে বোঝাই কিছু চাইনা, চাইনা চাইনা
সন্দেহে ভরা হোক তোমার দুচোখ
আর কারো চোখে আমি চাইনা ,চাইনা চাইনা
রঙ্গিনী কতো মন
মন দিতে চায়
কি করে বোঝাই কিছু চাইনা ,চাইনা চাইনা
[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]
No comments yet