LYRIC

Rag Je Tomar Mishti | রাগ যে তোমার মিষ্টি

Song: Raag Je Tomar Mishti 
রাগ যে তোমার মিষ্টি
Artiste: Hemanta Mukherjee/Sandhya Mukherjee
Music Director: Pabitra Chatterjee
Lyricist: Pronab Roy Film: Pita Putra



Rag Je Tomar Mishti Lyrics in Bengali :

রাগ যে তোমার মিষ্টি
রাগ যে তোমার মিষ্টি আর-ও
অনুরাগের চেয়ে
সাধ করে তাই তোমায় রাগাই
ওগো সোনার মেয়ে
রাগ যে তোমার মিষ্টি

রাগ যে তোমার মিষ্টি আর-ও
অনুরাগের চেয়ে
সাধ করে তাই তোমায় রাগাই
ওগো সোনার মেয়ে
রাগ যে তোমার মিষ্টি আর-ও
তাই বুঝি ?

রোদ ঝলমল আকাশ বলো
একটানা কি ভালো
মন্দ তো নয় মাঝে মাঝে,
মেঘলা…., মেঘলা আকাশ কালো
রোদ ঝলমল আকাশ বলো
একটানা কি ভালো
মন্দ তো নয় মাঝে মাঝে,
মেঘলা…., মেঘলা আকাশ কালো

ঠিক, তোমার সুরের মাঝে…..
তোমার সুরের মাঝে তাইতো উঠি
বেসুরো গান গেয়ে
ওগো সোনার মেয়ে
রাগ যে তোমার মিষ্টি
রাগ যে তোমার মিষ্টি আর-ও
অনুরাগের চেয়ে
সাধ করে তাই তোমায় রাগাই
ওগো সোনার মেয়ে
রাগ যে তোমার মিষ্টি আর-ও

লাল লা লালা , লাল লা লালা ,লাল লা লালা  লা

অনেক পাওয়ার মাঝে মাঝে,
থাক না কিছু অভাব,
একটুখানি আড়ি,
আড়ি- আর সারা সময় ভাব।
অনেক পাওয়ার মাঝে মাঝে,
থাক না কিছু অভাব,
একটুখানি আড়ি,
আর সারা সময় ভাব।

আমার ভুবন তোমায় পেয়ে,
আনন্দে যায় ছেয়ে।
আমার ভুবন তোমায় পেয়ে,
আনন্দে যায় ছেয়ে।
ওগো সোনার মেয়ে।

রাগ যে তোমার মিষ্টি,
রাগ যে তোমার মিষ্টি আর-ও,
অনুরাগের চেয়ে
সাধ করে তাই তোমায় রাগাই,
ওগো সোনার মেয়ে
রাগ যে তোমার মিষ্টি

রাগ যে তোমার মিষ্টি আর-ও,
অনুরাগের চেয়ে
সাধ করে তাই তোমায় রাগাই,
ওগো সোনার মেয়ে
রাগ যে তোমার মিষ্টি।

 

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!