Purano Sei Diner Katha Lyrics | পুরানো সেই দিনের কথা | Rabindra Sangeet
Song : Purano Sei Diner Katha
পুরানো সেই দিনের কথা
গীতিকার : রবীন্দ্রনাথ ঠাকুর
সুরকার : রবীন্দ্রনাথ ঠাকুর
গেয়েছেন -হেমন্ত মুখোপাধ্যায়
Purano Sei Diner Katha Lyrics in bengali :
পুরানো সেই দিনের কথা
ভুলবি কিরে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়
আয় আর একটি বার
আয়রে সখা প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব
প্রাণ জুড়াবে তায়
আয় আর একটি বার
আয়রে সখা প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব
প্রাণ জুড়াবে তায়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কিরে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়
মোরা ভোরের বেলা
ফুল তুলেছি দুলেছি দোলায়
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়
মোরা ভোরের বেলা
ফুল তুলেছি দুলেছি দোলায়
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়
হায় মাঝে হল ছাড়াছাড়ি গেলেম কে কোথায়
আবার দেখা যদি হল সখা প্রাণের মাঝে আয়
হায় মাঝে হল ছাড়াছাড়ি গেলেম কে কোথায়
আবার দেখা যদি হল সখা প্রাণের মাঝে আয়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কিরে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়
Notation
-
-
পুরানো সেই দিনের কথা
Comments are off this post