LYRIC

Phuler Chhnoa Jadi Lage Lyrics | ফুলের ছোঁয়া যদি লাগে

Song : Phuler Chhnoa Jadi Lage
ফুলের ছোঁয়া যদি লাগে
Artist : Kumar Sanu
Music Director : Arup Pranoy
Lyricist : Pulak Banerjee



Phuler Chhnoa Jadi Lage Lyrics in Bengali :

ফুলের ছোঁয়া…….
ফুলের ছোঁয়া যদি লাগে
তোমার জানি কত লাগে
ফুলের ছোঁয়া যদি লাগে
তোমার জানি কত লাগে
যদি আমি, ছুঁয়ে দিই
যদি আমি ছুঁয়ে দিই
তবে জানি কি হবে

ফুলের ছোঁয়া…….
ফুলের ছোঁয়া যদি লাগে
তোমার জানি কত লাগে
ফুলের ছোঁয়া যদি লাগে
তোমার জানি কত লাগে
যদি আমি, ছুঁয়ে দিই
যদি আমি ছুঁয়ে দিই
তবে জানি কি হবে
ফুলের ছোঁয়া…….

মনে ,মনে এত কিছু ঘটে…….
জানা সে তো ছিল না আগে….
দূরে,দূরে বসে আছি আমি….
প্রানে তবু ছোঁয়া কেন লাগে
যদি তুমি কাছে আসো
যদি তুমি কাছে আসো
তবে জানি কি হবে
ফুলের ছোঁয়া…….
ফুলের ছোঁয়া যদি লাগে
তোমার জানি কত লাগে….
ফুলের ছোঁয়া যদি লাগে
তোমার জানি কত লাগে
ও  যদি আমি, ছুঁয়ে দিই
ও যদি আমি ছুঁয়ে দিই
তবে জানি কি হবে
ফুলের ছোঁয়া…….

কিছু ,কিছু ভালোবাসা আছে…  ..
যারা কিছু খেলা খেলে চলে…
ভীরু, ভীরু কত ইশারায় যে….
চুপি চুপি কত কথা বলে
হো মুখে যদি, তাকে বল
মুখে যদি তাকে বল ,তবে জানি কি হবে

ফুলের ছোঁয়া…….
ফুলের ছোঁয়া যদি লাগে
তোমার জানি কত লাগে…
ফুলের ছোঁয়া যদি লাগে
তোমার জানি কত লাগে
যদি আমি, ছুঁয়ে দিই
যদি আমি ছুঁয়ে দিই
তবে জানি কি হবে
ফুলের ছোঁয়া…….
ফুলের ছোঁয়া যদি লাগে
তোমার জানি কত লাগে….
ফুলের ছোঁয়া যদি লাগে
তোমার জানি কত লাগে….
ফুলের ছোঁয়া যদি লাগে
হ্যাঁ.. ফুলের ছোঁয়া যদি লাগে
ফুলের ছোঁয়া যদি লাগে
ফুলের ছোঁয়া যদি লাগে

Download Lyrics

 

Added by

admin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!