Phule Phule Dhole Dhole Lyrics | ফুলে ফুলে ঢলে ঢলে | Rabindra Sangeet
Phule Phule Dhole Dhole Lyrics | ফুলে ফুলে ঢলে ঢলে | Rabindra Sangeet
Song : Phule Phule Dhole Dhole
ফুলে ফুলে ঢলে ঢলে
গীতিকার : রবীন্দ্রনাথ ঠাকুর
সুরকার : রবীন্দ্রনাথ ঠাকুর
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী
গেয়েছেন –অলকা ইয়াগনিক
Phule Phule Dhole Dhole Lyrics in english: –
ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়
ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়
তটিণী-র হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়।
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
কুউহু কুউহু কুউহু গায়
কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়।
ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়
ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়
তটিণী-র হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়।
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
কুউহু কুউহু কুউহু গায়
কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়।
ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়।
Notation
No comments yet