Song: Phul Keno Lal Hoi
ফুল কেন লাল হয়
Album: Gurudakhina
Singer: Asha Bhosle
Music: Bappi Lahiri
Lyrics: Bhabesh Kundu
Phool Keno Lal Hoy Lyrics in Bengali :
ফুল কেন লাল হয় সেকি জানা যায়
ভালোবাসি এ কথা কি মুখে বলা যায়
ফুল কেন লাল হয় সেকি জানা যায়….
ভালোবাসি এ কথা কি মুখে বলা যায়
এমনি অনেক কথা থাকে অজানা
আমি তো জানিনি আগে পাবো যে তোমায়…
ওই ওইওইওয়ে….. ওইওইওয়ে….
ওইওইওইওয়ে…… ওইওইওয়ে
তোমার হৃদয়ে যদি জাগে কোনো সুর
আকাশের এই রঙ লাগে গো মধুর….
তোমার হৃদয়ে যদি জাগে কোনো সুর
আকাশের এই রঙ লাগে গো মধুর
সেই সুরে সেই রঙে আলোয় ছায়ায়
তুমি আমি মিলে মিশে আছি দুজনায়….
ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওয়ে
ওই ওই ওই ওই ওই ওই ওয়ে
ফুল কেন লাল হয় সেকি জানা যায়
ভালোবাসি এই কথা কি মুখে বলা যায়
চাই না জীবনে কিছু তোমাকে যে চাই
অজানা সব স্রোতে চলো ভেসে যাই
চাই না জীবনে কিছু তোমাকে যে চাই
অজানা সব স্রোতে চলো ভেসে যাই
নতুন পৃথিবী গড়ি তারায় তারায়
দুটি প্রাণ মিলে যায় এক মোহনায়….
ওইওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওয়ে
ওই ওই ওই ওই ওই ওই ওয়ে
ফুল কেন লাল হয় সেকি জানা যায়
ভালোবাসি এই কথা কি মুখে বলা যায়
এমনি অনেক কথা থাকে অজানা
আমি তো জানিনি আগে পাবো যে তোমায়…
ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওই ওয়ে
ওই ওই ওই ওই ওই ওই ওয়ে
Comments are off this post