LYRIC

Pagla Hawar Badol Dine Lyrics | পাগলা হাওয়ার বাদল দিনে

গীতিকার : রবীন্দ্রনাথ ঠাকুর 
সুরকার : রবীন্দ্রনাথ ঠাকুর
গেয়েছেন -কিশোর কুমার 



Pagla Hawar Badol Dine Lyrics in Bengali:-

পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে
চেনাশোনার কোন্‌ বাইরে
যেখানে পথ নাই নাই রে
চেনাশোনার কোন্‌ বাইরে
যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে

ঘরের মুখে আর কি রে
কোনো দিন সে যাবে ফিরে।
ঘরের মুখে আর কি রে
কোনো দিন সে যাবে ফিরে।
যাবে না, যাবে না–
দেয়াল যত সব গেল টুটে
যাবে না, যাবে না–
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে

বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা
কোন্‌ বলরামের আমি চেলা,
বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা
কোন্‌ বলরামের আমি চেলা,
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে–
যত মাতাল জুটে।
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে–
যত মাতাল জুটে।
যা না চাইবার তাই আজি চাই গো,
যা না পাইবার তাই কোথা পাই গো।
যা না চাইবার তাই আজি চাই গো,
যা না পাইবার তাই কোথা পাই গো।
পাব না, পাব না,
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে
পাব না, পাব না,
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে


Notation

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!