LYRIC

Oi Shono Pakhio Bolche Lyrics | ওই শোনো পাখিও বলছে কথা

Song: Oi Shono Pakhio Bolche
ওই শোনো পাখিও বলছে কথা
Singer: Bappi Lahiri,Kavita Krishnamurthy
Music: Bappi Lahiri
Lyrics: Pulak Bandhyapadhya



Oi Shono Pakhio Bolche Lyrics in Bengali :

ওই শোনো….. পাখিও বলছে কথা…..
একই কথা বলছে সে বারবার
এই তো এসেছে দিন ভালোবাসবার
এই তো এসেছে দিন ভালোবাসবার
ওই শোনো…. পাখিও বলছে কথা…
একই কথা বলছে সে বারবার
এই তো এসেছে দিন ভালোবাসবার
এই তো এসেছে দিন ভালোবাসবার

রোদমাখা এই নির্জনে আজ
কোন আলো লাগলো যে মনে আজ
রোদমাখা এই নির্জনে আজ
কোন আলো লাগলো যে মনে আজ
স্বপ্নের উড়োচিঠি কে লিখেছে চোখেতে আমার
এই তো এসেছে দিন ভালোবাসবার
এই তো এসেছে দিন ভালোবাসবার
ওই শোনো ….পাখিও বলছে কথা
একই কথা বলছে সে বারবার
এই তো এসেছে দিন ভালোবাসবার
এই তো এসেছে দিন ভালোবাসবার

যা কিছু পড়ছে চোখে
লাগছে তা ভারী সুন্দর
তোমার পরশ ছাড়া…..
চাইছে না কিছু অন্তর……

send whats app without no

প্রেম আমি কাকে বলে বুঝি না
ভালোবাসা কার নাম জানি না
প্রেম আমি কাকে বলে বুঝি না
ভালোবাসা কার নাম জানি না
শুধু জানি জগতে….. সব ভালো তোমার আমার
এই তো এসেছে দিন ভালোবাসবার
এই তো এসেছে দিন ভালোবাসবার
ওই শোনো পাখিও বলছে কথা….
একই কথা বলছে সে বারবার
এই তো এসেছে দিন ভালোবাসবার
এই তো এসেছে দিন ভালোবাসবার

 

Comments are off this post

    error: Content is protected !!