LYRIC

Oi Neel Pakhitake Lyrics | ওই নীল পাখিটাকে  ধরে দাও না

Oi Neel Pakhitake Bengali Lyrics from the movie Dujane (1984) sung by Asha Bhosle and Bappi Lahiri This song is written by Bibhuti Mukherjee and music composed by Bappi Lahiri
Music Label Saregama.

Song -Oi Neel Pakhitake 
ওই নীল পাখিটাকে  ধরে দাও না
Singer -Asha Bhosle and Bappi Lahiri
Lyric-Bibhuti Mukherjee 
Music -Bappi Lahiri


Music Video of Oi Neel Pakhitake


Oi Neel Pakhitake Lyrics in Bengali –

ওই নীল পাখিটাকে ,পাখিটাকে পাখিটাকে  ধরে দাও না
কি হবে..
উম…পুষবো দাও না ধরে দাও না
ওই নীল পাখিটাকে ,পাখিটাকে পাখিটাকে  ধরে দাও না
কি হবে ?
পুষবো দাও না ধরে দাও না 

বেশ তো উড়ছে পাখি আকাশে
কেন মিছে বাঁধবে পাখনা…
ওই নীল পাখিটাকে, পাখিটাকে পাখিটাকে  ধরে দাও না
কি হবে?
পুষবো দাও না ধরে দাও না 

মনে মনে বেঁধে রাখো এঁকে রাখো ভালোবেসে
চোখের কাজলে ছবিখানা
চোখে চোখে চাই বলে
বুকে বুকে বাঁধি বলে
চাই পাখি আমাকে দাও না,দাও না
মনে মনে বেঁধে রাখো এঁকে রাখো ভালোবেসে
চোখের কাজলে ছবিখানা
চোখে চোখে চাই বলে
বুকে বুকে বাঁধি বলে
চাই পাখি আমাকে দাও না
বেশ তো …….উড়ছে পাখি আকাশে।
কেন মিছে  বাঁধবে পাখনা… 

ওই নীল পাখিটাকে ,পাখিটাকে পাখিটাকে  ধরে দাও না
কি হবে …..
ও হো..পুষবো দাও না, ধরে দাও না 

নানা নানা ভালোবাসা  মনে থাকবে মনে থাকবে
ভালোবাসা বেধে রাখা যায় না
নানা নানা শুনবো না  চাই পাখি ছাড়বো না
বাঁধবো  তাকে উড়তে দেব না
দেব না দেব না
নানা নানা ভালোবাসা  মনে থাকবে মনে থাকবে
ভালোবাসা বেধে রাখা যায় না
নানা নানা শুনবো না  চাই পাখি ছাড়বো না
বাঁধবো  তাকে উড়তে দেব না ,দেব না 
বেশ তো উড়ছে পাখি আকাশে…
কেন মিছে বাঁধবে পাখনা…
ওই নীল পাখিটাকে, পাখিটাকে পাখিটাকে  ধরে দাও না
কি হবে  গো…….
পুষবো দাও না, ধরে দাও না…….
পুষবো দাও না

 

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!