LYRIC

Ogo Borsa Tumi Jharo Na Go Lyrics | ওগো বর্ষা তুমি ঝরো না

Song: Ogo Barsha Tumi Jhoro Na Go
ওগো বর্ষা তুমি ঝরো না
Artist: Manna Dey
Music Director: Nachiketa Ghosh
Lyricist: Gauriprasanna Mazumder



Ogo Borsa Tumi Jharo Na Go Lyrics in bengali :
ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে……
বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
রিমঝিম রিমঝিম রিমঝিম….
বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে
মেঘ তুমি চাঁদকে ঢেকো, যদি ওঠে
চন্দ্রমল্লিকা যেন ,না ফোটে
আমারই চাঁদ আমার থাকুক
কেউ যেন না দেখে তারে
রিমঝিম রিমঝিম রিমঝিম
বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
রিমঝিম রিমঝিম রিমঝিম….

যেন তার পায়ের নূপুর বাজে রুমঝুম
এতো রাত ভ্রমর কেন কর গুনগুন
লক্ষ্মী ভ্রমর চুপ করোনা
আসছে সে আজ আমার দ্বারে
রিমঝিম রিমঝিম রিমঝিম
বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
রিমঝিম রিমঝিম রিমঝিম……

Added by

admin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!