LYRIC
Ogo Barsha Tumi Jhoro Na Go Lyrics | ওগো বরষা তুমি ঝরো না গো
Song: Ogo Barsha Tumi Jhoro Na Go
ওগো বরষা তুমি ঝরো না গো
Artist: Manna Dey
Music Director: Nachiketa Ghosh
Lyricist: Gauriprasanna Mazumder
বরষা তুমি ঝরোনা গো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে……
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝোরো তখন অঝর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে…
রিমঝিম ঝিম ঝিম ঝিম
ওগো বরষা তুমি ঝরো না গো অমন জোরেমেঘ তুমি চাঁদকে ঢেকো যদি ওঠে
চন্দ্রমল্লিকা যেন না ফোটে
আমারি চাঁদ আমার থাকুক
কেউ যেন না দেখে তারে
রিমঝিম রিমঝিম রিমঝিম
বরষা তুমি ঝোরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝোরো তখন অঝর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
রিমঝিম ঝিম ঝিম ঝিম
যেন তার পায়ের নুপুর বাজে রুমঝুম
এত রাতেও ভ্রমর কেন কর গুনগুন
লক্ষি ভ্রমর চুপ করোনা
আসছে সে আজ আমার দ্বারে
রিমঝিম রিমঝিম রিমঝিম
বরষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝোরো তখন অঝর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
রিমঝিম ঝিম ঝিম ঝিম………
Comments are off this post