LYRIC

Ogo Bangladesher Meye Lyrics | ওগো বাংলাদেশের মেয়ে

Bangladesher Meye Lyrics in Bengali song is sung, composed & written by Anupam Roy. 
Song: Bangladesher Meye
ওগো বাংলাদেশের মেয়ে
Vocal, Music, Lyrics: Anupam Roy
Cast: Anupam Roy, Masuma Rahman Nabila
Label: eTunes Entertainment

Music Video Of  Ogo Bangladesher Meye 


Ogo Bangladesher Meye Lyrics In Bengali –
ওগো বাংলাদেশের মেয়ে…….
তুমি অনেক কথায় বললে আমায়
আমার দিকে চেয়ে..
ভালোবেসে আমি ফেলেছি
জানাতে চাইছি লজ্জার মাথা খেয়ে….
তুমি এসেছ আমার ঘরে
তুমি থাকতে আসোনি জানি সেটা আমি
ফিরবে একটু পরে
তবু যেটুকু আমি পেয়েছি…
তুমি ছড়িয়ে গিয়েছ মনের নানান স্তরে…..
ওগো বাংলাদেশের মেয়ে…..
বুকে চেপে ধরে কেঁদেছি অঝোরে
কোথা থেকে এত স্নেহ গড়ায়
কত কী যে ভাবি সবই হাবিজাবি
বেঁচে থাকা শুধু মায়া বাড়ায়
ভাবিনি এভাবে ছোঁবে
এই শরীরে দৌড়বে…..
তুমি আবার ….আসবে কবে…..
ওগো বাংলাদেশের মেয়ে…
মুছে দেব আমি সীমারেখা যত
আমার এ পৃথিবী নিজে সাজাই
নিয়মের তালা ভেঙে দিয়ে আমি
জানি খুঁজে নেব আমি কী চাই
ভাবিনি এভাবে ছোঁবে
এই শরীরে দৌড়বে
তুমি আবার ….আসবে কবে….
ওগো বাংলাদেশের মেয়ে….
তুমি অনেক কথায় বললে আমায়
আমার দিকে চেয়ে
ভালোবেসে আমি ফেলেছি….
জানাতে চাইছি লজ্জার মাথা খেয়ে…..
তুমি এসেছ আমার ঘরে…..
তুমি থাকতে আসোনি জানি সেটা আমি
ফিরবে একটু পরে….
তবু যেটুকু আমি পেয়েছি
তুমি ছড়িয়ে  গিয়েছ মনের নানান স্তরে
ওগো বাংলাদেশের মেয়ে

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!