LYRIC
O Palash O shimul Lyrics | ও পলাশ ও শিমুল
O Palash O shimul Lyrics in Bengali from the Album Bani Jetha Chiradin Rabe Volume 1 sung by Lata Mangeshkar. The song is written by Gauriprasanna Mazumder and music composed by Hemanta Mukherjee.Music Label Saregama India Ltd
Song Credit:
Song: O Palash O Shimul
Artist: Lata Mangeshkar
Music Director: Hemanta Mukherjee
Lyricist: Gauriprasanna Mazumder
Label: Saregama India Ltd
Music Video Of O Palash O shimul
O Palash O shimul Lyrics in Bengali –
ও…… পলাশ ও…… শিমুল
কেন এ মন মোর রাঙালে…..
জানিনা……. জানিনা ………
আমার এ ঘুম কেন ভাঙালে
যার পথ চেয়ে দিন গুনেছি…..
আজ তার পদধ্বনি শুনেছি..
যার পথ চেয়ে দিন গুনেছি…..
আজ তার পদধ্বনি শুনেছি..
ও……. বাতাস কেন আজ বাঁশী তব বাজায়ে
দিলে তুমি এ হৃদয় সাজায়ে….
ও…… পলাশ ও…… শিমুল
কেন এ মন মোর রাঙালে…..
জানিনা……. জানিনা ………
আমার এ ঘুম কেন ভাঙালে
যায় বেলা যাক না …..আঁখি দুটি থাক না….
সুন্দর স্বপ্নে মগ্ন…
যেন এল আজ এই শুভলগ্ন
যায় বেলা যাক না …..আঁখি দুটি থাক না….
সুন্দর স্বপ্নে মগ্ন…
যেন এল আজ এই শুভলগ্ন
এ জীবনে যতটুকু চেয়েছি…..
মনে হয় তার বেশী পেয়েছি…..
এ জীবনে যতটুকু চেয়েছি…..
মনে হয় তার বেশী পেয়েছি…
ও ……….আকাশ কেন আজ এত আলো ছড়ায়ে
আমারে যে দিলে তুমি ভরায়ে
ও…… পলাশ ও…… শিমুল
কেন এ মন মোর রাঙালে…..
জানিনা……. জানিনা ………
আমার এ ঘুম কেন ভাঙালে
Comments are off this post